Rod Laver থেকে Roger Federer, শুভেচ্ছায় ভাসছেন Novak Djokovic
জকোভিচ ২০১১ সালে প্রথম উইম্বলডন জেতেন।
নিজস্ব প্রতিবেদন: কেরিয়ারের ৬ নম্বর উইন্বলডন খেতাব জেতার সঙ্গেই নোভাক জকোভিচের ঝুলিতে চলে এল ২০ নম্বর গ্র্যান্ড স্লাম। রজার ফেডেরার ও রাফায়েল নাদালের সঙ্গে জকোভিচও হয়ে গেলেন পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্নাম জয়ের মালিক। জকোভিচ শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন টুইটারে। রড লেভার থেকে ফেডেরার, সিমোনা হালেপ থেকে সচিন তেন্ডুলকর। সকলেই মজে আছেন জকোভিচে।
যে কিংবদন্তি ফেডেরারকে এদিন জকোভিচ স্পর্শ করেছেন সেই ফেডেরার টুইটারে লিখলেন, "২০ তম মেজরের জন্য নোভাক তোমাকে শুভেচ্ছা। আমি গর্বিত টেনিস চ্যাম্পিয়নদের সঙ্গে এই বিশেষ যুগে খেলার জন্য। অসাধারণ পারফরম্যান্স। ওয়েল ডান!" দেখতে গেলে ফেডেরারের ভবিষ্যদ্বাণীই মিলেছে। ফেডেরার উইম্বলডনে নেমেই জানিয়ে ছিলেন যে, এবার জকোভিচই চ্যাম্পিয়ন হবেন। আর সেটাই হলো বাস্তবে।
Congrats Novak on your 20th major. I'm proud to have the opportunity to play in a special era of tennis champions. Wonderful performance, well done!
(@rogerfederer) July 11, 2021
Congratulations Novak. Amazing achievement, you are on your way to a Grand Slam. Matteo, you played a fantastic tournament and I have no doubt your time will come. https://t.co/bRY6J8B9Lx
(@rodlaver) July 11, 2021
20 Grand Slams and 6 Wimbledon titles. Truly amazing.
Congratulations @DjokerNole #Wimbledon
(@Simona_Halep) July 11, 2021
Great win @DjokerNole! Many congratulations on winning the @Wimbledon & your 20th Grand Slam title.
Despite a challenging start and taking time to find your groove, you fought on and took your game to the next level.
Absolute champion mentality to win this one.#Wimbledon pic.twitter.com/8r9ypa5zXX
(@sachin_rt) July 11, 2021
জকোভিচ ২০১১ সালে প্রথম উইম্বলডন জেতেন, এরপর ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ এর পর ২০২১ সালে টেনিসের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট জিতলেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)