প্রয়াত ৫৬-র অলিম্পিক্সে ভারতীয় দলের গোলকিপার Babu Nayaran

ফুটবল মহলে শোকের ছায়া। 

Updated By: Aug 5, 2021, 11:52 PM IST
প্রয়াত ৫৬-র অলিম্পিক্সে ভারতীয় দলের গোলকিপার Babu Nayaran

নিজস্ব প্রতিবেদন: পরপর দুটি অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। প্রয়াত হলেন ভারতীয় দলের প্রাক্তন গোলকিপার শঙ্কর সুব্রহ্মণ্যম ওরফে বাবু নারায়ণ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

পরিবার সূত্রে খবর, সম্প্রতি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন অতীত দিনের এই তারকা গোলকিপার। অস্ত্রোপচার সফলও হয়েছিল।  এদিন হাসপাতাল থেকে ছাড়া পান বাবু নারায়ণ। এবং প্রায় সঙ্গে সঙ্গেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই ধাক্কাটা আর সামলাতে পারলেন না। রেখে গেলেন তিন মেয়ে-কে। 

আরও পড়ুন: Vandana Katariya: অলিম্পিক্স হারের মাশুল! বন্দনার পরিবারকে জাত তুলে আক্রমণ

কেরলের পাল্লাকাডে জন্ম বাবু নারায়ণের। মুম্বইয়ে বিভিন্ন ক্লাবে খেলার সময়ে তারকা হয়ে উঠেছিল তিনি। ভারতীয় দলের খেলেছেন দীর্ঘ এক দশক। ১৯৫৬ সালে মেলবোর্নে অলিম্পিক্সে ফুটবলে চতুর্থ হয়েছিল ভারত। সে দলের সদস্য ছিলেন বাবু নারায়ণ। পরেরবার রোম অলিম্পিক্সেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। মহারাষ্ট্রের হয়ে সন্তোষ ট্রফি জিতেছিলেন ১৯৬৪-তে। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.