আজকের দিন কখনই ভুলতে পারবেন না ধোনি!
৯০ টেস্টে ৪ হাজার ৮৭৬ রান। ১৪৪ ইনিংসে ভারতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গড় ৩৮.০৯। সর্বোচ্চ স্কোর ২৪৪। টেস্ট ক্রিকেটে ৬টি শতরান, ৩৩টি অর্ধশতরান এবং ২৫৬টি ক্যাচ নেওয়া ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির টেস্ট অভিষেক হয়েছিল আজকের দিনেই। আজ থেকে ১১ বছর আগে ২০০৫ সালে ভারতের মাটিতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ভারতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়কের। জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ৫৪ বল খেনে রান করেছিলেন ৩০। চেন্নাইয়ের উইকেটে ছিলেন ৮৩ মিনিট।
ওয়েব ডেস্ক: ৯০ টেস্টে ৪ হাজার ৮৭৬ রান। ১৪৪ ইনিংসে ভারতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গড় ৩৮.০৯। সর্বোচ্চ স্কোর ২৪৪। টেস্ট ক্রিকেটে ৬টি শতরান, ৩৩টি অর্ধশতরান এবং ২৫৬টি ক্যাচ নেওয়া ভারতের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির টেস্ট অভিষেক হয়েছিল আজকের দিনেই। আজ থেকে ১১ বছর আগে ২০০৫ সালে ভারতের মাটিতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় ভারতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়কের। জীবনের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচে মহেন্দ্র সিং ধোনি ৫৪ বল খেনে রান করেছিলেন ৩০। চেন্নাইয়ের উইকেটে ছিলেন ৮৩ মিনিট।
মহেন্দ্র সিং ধোনি তাঁর জীবনের শেষ টেস্ট ম্যাচটি খেলেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০১৪ সালে ডিসেম্বর মাসেই। জীবনের শেষ টেস্টে ধোনি দুই ইনিংসে মোট রান করেন ৩৫ (১১+ অপরাজিত ২৪)। আরও পড়ুন- ক্রিকেটে ফের ওভারে ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড
#OnThisDay in 2005, @msdhoni was awarded his first Test cap in the 1st Test between India and Sri Lanka in Chennai. pic.twitter.com/CPp8lA3FPg
— ICC (@ICC) December 2, 2016