ভারত-পাক সিরিজ নিয়ে আশাবাদী পাক রাষ্ট্রদূত

ভারত-পাক ক্রিকেট সিরিজ ফের চালু হওয়ার ব্যাপারে আশাপ্রকাশ করলেন ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার শাহিদ মালিক। মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর এই সিরিজ বন্ধ হয়ে যায়। এবছরের শুরুর দিকে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ ফের চালু করার ব্যাপারে উতসাহ দেখাতে শুরু পাকিস্তান।

Updated By: Jun 9, 2012, 10:30 PM IST

ভারত-পাক ক্রিকেট সিরিজ ফের চালু হওয়ার ব্যাপারে আশাপ্রকাশ করলেন ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার শাহিদ মালিক। মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর এই সিরিজ বন্ধ হয়ে যায়। এবছরের শুরুর দিকে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ ফের চালু করার ব্যাপারে উতসাহ দেখাতে শুরু পাকিস্তান। সম্প্রতি ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে এই সিরিজ শুরুর জন্য প্রস্তাব দিয়েছিলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মনমোহন সিং বিষয়টি ভারতীয় বোর্ডকে দেখার নির্দেশ দেন। দুই বোর্ডের কথাবার্তা যখন চলছে তখন ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার শাহিদ মালিকের মন্তব্য সিরিজের সম্ভাবনা আরও জোরালো করল।
মালিক জানিয়েছেন, পাকবোর্ডের প্রেসিডেন্ট জাকা আশরফ বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আশরফ ইতিমধ্যে আইসিসি-র প্রেসিডেন্ট শরদ পওয়ারের সঙ্গেও কথা বলেছেন। 

.