কেরিয়ার স্ল্যাম জিতে ক্লে-র রানি শারাপোভা

এবছর ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলে মারিয়া শারাপোভা। চার বছর পর গ্র্যান্ডস্ল্যাম জিতলেন তিনি। ইতালির সারা এরানিকে স্ট্রেট সেটে হারিয়ে ফরাসি ওপেনের খেতাব জিতে নিলেন রুশ সুন্দরী। ৬-৩, ৬-২ ফলে ম্যাচ জেতেন তিনি।

Updated By: Jun 9, 2012, 10:25 PM IST

এবছর ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলে মারিয়া শারাপোভা। চার বছর পর গ্র্যান্ডস্ল্যাম জিতলেন তিনি। ইতালির সারা এরানিকে স্ট্রেট সেটে হারিয়ে ফরাসি ওপেনের খেতাব জিতে নিলেন রুশ সুন্দরী। ৬-৩, ৬-২ ফলে ম্যাচ জেতেন তিনি। শারাপোভার এটি প্রথম ফরাসি ওপেন সিঙ্গলস খেতাব। একই সঙ্গে কেরিয়ার গ্রান্ড স্ল্যাম জয়ও সম্পুর্ণ করলেন তিনি।
চার বছর পর গ্র্যান্ডস্ল্যাম জিতলেন মারিয়া শারাপোভা। ইতালির সারা ইরানিকে স্ট্রেট সেটে হারিয়ে ফরাসি ওপেনের খেতাব জিতে নিলেন রুশ সুন্দরী। শারাপোভার এটি প্রথম ফরাসি ওপেন সিঙ্গলস খেতাব। প্রথমবার ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন ইতালির এরানি। মেগা ফাইনালে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সহজেই ম্যাচ জিতে নেন শারাপোভা। মাত্র দেড়ঘণ্টার লড়াই কার্যত একপেশে ম্যাচে খেতাব জেতেন রুশ সুন্দরী। শারাপোভের পক্ষে খেলার ফল ৬-৩, ৬-২। ফরাসি ওপেন জয়ের সঙ্গে সঙ্গেই কেরিয়ারস্ল্যাম নিশ্চিত করে ফেললেন শারাপোভা। ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার ফলে বিশ্বের এক নম্বর টেনিস তারকার তকমাও পেলেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা।

.