গল মাতিয়ে অসাধারণ টেস্ট জয় পাকিস্তানের
শ্রীলঙ্কা ৩০০, ২০৬
পাকিস্তান ৪১৭, ৯২/০
পাকিস্তান ১০ উইকেট জয়ী
ওয়েব ডেস্ক: নাটকীয় বললেও কম বলা হবে। অসাধারণ বললেও ছোট করা হবে। গল টেস্টে পাকিস্তান যে কায়দায় ১০ উইকেটে উড়িয়ে দিল শ্রীলঙ্কাকে তাকে কী বলা হবে তা নিয়ে রীতিমত চর্চা চলতে পারে। চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে রান ছিল ২ উইকেটে ৬৩ রান। সেখান থেকে পঞ্চম দিনে ১৪৩ রানের মধ্যে ৮ উইকেট তুলে নিয়ে জয়ের রাস্তা দেখিয়ে দেন লেগস্পিনার ইয়াসির শাহ (৭/৭৬)। জয়ের জন্য পাকিস্তানকে করতে হত ৯২ রান। বিনা উইকেটেই সেই রান তুলে নেন দুই পাক ওপেনার।
টেস্টের প্রথম দিনে বৃষ্টির জন্য একটা বলও খেলা হয়নি। সেখানে তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩০০ রানে শেষ হওয়ার পর পাকিস্তানের স্কোর ছিল ১১৮/৫। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান করে ৪১৭ রান। অনেকে ধরেই নিয়েছিলেন ড্রয়ের দিকে গড়াচ্ছে গল টেস্ট। কিন্তু পাকিস্তানের বোলররা অন্য রকম ভেবেছিলেন। শেন ওয়ার্ন যাকে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে সেরা লেগ স্পিনার বলছেন, সেই ইয়াসির শাহ একেবারে দুর্ধষ হয়ে উঠলেন। ইয়াসিরের স্পিনের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড় লঙ্কা ব্যাটিং।