ইজরায়েলের বিরুদ্ধে মেসি খেললে তুমুল বিক্ষোভের হুমকি

ইজরায়েল যেভাবে নির্বিচারে প্যালেস্তিনীয়দের হত্যা করছে তাতে মেসির এই ম্যাচে খেলা উচিত নয়। কারণ মেসি শান্তির প্রতীক। 

Updated By: Jun 4, 2018, 11:26 PM IST
ইজরায়েলের বিরুদ্ধে মেসি খেললে তুমুল বিক্ষোভের হুমকি

নিজস্ব প্রতিবেদন: ইজরায়েলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মেসির খেলা নিয়ে উত্তাল প্যালেস্তাইন। ম্যাচে মেসি খেললে তার আর্জেন্টিনার জার্সি ও ছবি পুড়িয়ে প্রতিবাদ জানাবেন মেসি ভক্তরা। এমনই হুমকি দিলেন প্যালেস্তাইন ফুটবল ফেডারেশনের কর্তা জিব্রিল রাজোব।

আরও পড়ুন- রাশিয়া বিশ্বকাপের সূচি

জেরুজালেমে লিওনেল মেসির খেলাকে কেন্দ্র করে উত্তাল হল প্যালেস্তাইন। প্যালেস্তাইন ফুটবল ফেডারেশনের কর্তা জিব্রিল রাজোব রীতিমত হুমকি দিয়েছেন। তিনি মেসিকে অনুরোধ করেছেন যাতে ইজরায়েলের বিরুদ্ধে নয়ই জুনের প্রীতি ম্যাচে না খেলেন। কিন্তু মেসি যদি খেলতে নামেন তাহলে হবে তুমুল বিক্ষোভ। রাজোবের দাবি প্যালেস্তাইনে মেসির অসংখ্য সমর্থক আছেন। ইজরায়েল যেভাবে নির্বিচারে প্যালেস্তিনীয়দের হত্যা করছে তাতে মেসির এই ম্যাচে খেলা উচিত নয়। কারণ মেসি শান্তির প্রতীক। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকেও তিনি একই অনুরোধ করেছেন। তবে মেসি যদি তাদের অনুরোধ না মানেন তাহলে তার প্যালেস্তানীয় সমর্থকরা মেসির জার্সি ও ছবি পুড়িয়ে প্রতিবাদ জানাবে।

আরও পড়ুন- পাক ম্যাচে বাটলারে ব্যাটে লেখা ‘F**k it’!

.