ধোনিকে টপকে ৪৬ বছর পর ফারুক ইঞ্জিয়ারকে ছুঁলেন ঋষভ পন্থ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষে প্রথম কুড়িতে জায়গা করে নিলেন তিনি। ৬৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে উঠে এলেন ঋষভ।

Updated By: Jan 8, 2019, 12:44 PM IST
 ধোনিকে টপকে ৪৬ বছর পর ফারুক ইঞ্জিয়ারকে ছুঁলেন ঋষভ পন্থ

নিজস্ব প্রতিবেদন : ডনের দেশেই নজির গড়লেন ঋষভ পন্থ। চুপিসারে ভারতীয় উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে দিলেন তিনি। শুধু তাই নয় একই সঙ্গে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শেষে ফারুক ইঞ্জিয়ারকে স্পর্শ করলেন ২১ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সর্বোচ্চ ১৭ নম্বরে পৌঁছলেন ঋষভ। ৪৬ বছর আগে ১৯৭৩ সালে জানুয়ারি মাসে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১৭ নম্বর স্থানে উঠে এসেছিলেন ফারুক।

অস্ট্রেলিয়ার মাটিতে চারটি টেস্টের সাতটি ইনিংসে ৩৫০ রান করেছেন ঋষভ পন্থ। সিরিজ শুরুর আগে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৫৯ নম্বরে ছিলেন তিনি। সিডনিতে শেষ টেস্টে অপরাজিত ১৫৯ রান করার পাশাপাশি গোটা সিরিজে ২০টি ক্যাচ ধরেছেন পন্থ। এর আগে ইংল্যান্ডের মাটিতেও সেঞ্চুরি করেছিলেন তিনি। বিদেশের মাটিতে টেস্টে জোড়া সেঞ্চুরি করা ঋষভ ইতিমধ্যেই ভারতীয় উইকেটরক্ষক হিসেবে দুই ইনিংস মিলিয়ে ১১টি ক্যাচ ধরে রেকর্ডও গড়ে ফেলেছেন। ইংল্যান্ডের জ্যাক রাশেল ও দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সকে স্পর্শ করেন তিনি। সার্বিক ভাবে গোটা টেস্ট সিরিজে পারফরম্যান্সের প্রভাব দেখা গেল সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষে প্রথম কুড়িতে জায়গা করে নিলেন তিনি। ৬৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে উঠে এলেন ঋষভ।

আরও পড়ুন - ঋষভ পন্থকে ভবিষ্যতের 'সম্পদ' বললেন সৌরভ

ভারতীয় উইকেটকিপার হিসেবে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় মহেন্দ্র সিং ধোনির সর্বোচ্চ র‌্যাঙ্কিং ছিল ১৯। ঋষভ পন্থের বর্তমান র‌্যাঙ্কিং ১৭। ধোনিকে টপকে গেলেন তিনি। সেই সঙ্গে প্রাক্তন উইকেটকিপার ফারুক ইঞ্জিয়ারকে ছুঁয়ে ফেললেন পন্থ। এতদিন এককভাবে এই রেকর্ডটি ছিল ফারুক ইঞ্জিয়ারের। ভারতীয় উইকেটকিপার হিসেবে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৯৭৩ সালে ১৭ নম্বর স্থানে ছিলেন তিনি।

.