চেন্নাই ওপেন জয়ী পেজ-টিপসারাভিচ

প্রথম টুর্মামেন্টেই দারুন চমক দিল নতুন জুটি। চেন্নাই ওপেন ডবলসে চ্যাম্পিয়ন হল লিয়েন্ডর পেজ-জানকো টিপসারাভিচ জুটি। চেন্নাই ওপেন ফাইনালে তিন ঘন্টার হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর ইজরাইলের জোনাথন এরলিচ-অ্যান্ডি রাম জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন পেজরা।

Updated By: Jan 9, 2012, 07:07 PM IST

প্রথম টুর্মামেন্টেই দারুন চমক দিল নতুন জুটি। চেন্নাই ওপেন ডবলসে চ্যাম্পিয়ন হল লিয়েন্ডর পেজ-জানকো টিপসারাভিচ জুটি। চেন্নাই ওপেন ফাইনালে তিন ঘন্টার হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর ইজরাইলের জোনাথন এরলিচ-অ্যান্ডি রাম জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন পেজরা। খেলার ফল ৬-৪, ৬-৪। প্রথম সেটে খানিকটা লড়াই চালালেও, দ্বিতীয় সেটে ইজরাইলের জুটিকে দাঁড়াতে দেননি পেজ-টিপসারাভিচ। পেজ ষষ্ঠ বার চেন্নাই ওপেন খেতাব জিতলেও, টিপসারাভিচের এটি প্রথম ডবলস খেতাব।

.