চ্যাম্পিয়নদের রুখেও বিদায় আর্সেনাল, চার গোল খেয়ে কাকাদের করুণ বিদায়
চ্যাম্পিয়নদের রুখেও বিদায় আর্সেনাল, চার গোল খেয়ে কাকাদের করুণ বিদায়
--------------------------------------------------------------
বায়ার্ন মিউনিখ (১) (২): আর্সেনাল (১) (০)
ইউরোপ সেরার লড়াইয়ের শেষ আটে উঠতে গেলে বুধবার অন্তত ৩-০ গোলে জিততে হত আর্সেনালকে। বার্য়ানের ঘরের মাঠে অত বড় অঘটন তো নয়ই, নিদনপক্ষে জয়ও পেল না আর্সেন ওয়েঙ্গারের দল। গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ১-১ গোলে আর্সেনালের বিরুদ্ধে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠে গেল। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব সোয়াইনস্টাইগারের গোলে এগিয়ে যাওয়ার দু মিনিট পরই আর্সেনালকে সমতায় ফেরান অপর জার্মান তারকা লুকাস পোদলস্কি।
তবে ওয়েঙ্গারের দলের জারিজুরি সেখানেই শেষ। দু পর্বের সাক্ষাত্ মিলিয়ে ৩-১ গোলে জিতে শেষ আটে উঠে গেল পেপ গুয়ার্দিওলার দল। প্রথম লেগে ০-২ গোলে হারের ধাক্কা কাটাতে পারল না ইংল্যান্ডের তারকা ক্লাব।
অন্যদিকে, করুণ পরিণতি হল এসি মিলানের। আতলেতিকো মাদ্রিদের কাছে ০-৪ গোলে হেরে প্রি কোয়র্টার ফাইনাল থেকে বিদায় নিল মিলান। ১৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল স্পেনের এই ক্লাব।
এদিকে আজ রাতে ন্যু ক্যাম্পে শেষ আটে ওঠার লড়াইয়ে মুখোমুখি মেসি-আগুয়েরো। প্রথম লেগে ২-০ জেতায় কোয়ার্টার ফাইনালে ওঠার ব্যাপারে অনেকটাই এগিয়ে বার্সেলোনা। ফর্মের নিরিখেও অনেকটা পিছিয়ে ম্যানচেস্টার সিটি।