আজ সবুজ মেরুন-লাল হলুদ দ্বৈরথ, জার্মান জাত্যাভিমানকে ছাপানোর চ্যালেঞ্জ পর্তুগিজ প্যাশানেট ফুটবলের
ব্রাজিলের মাটির গন্ধ পর্তুগিজদের খুব চেনা। বলা যেতে পারে একটা আত্মিক সম্পর্ক আছে ব্রাজিলের সংস্কৃতির সঙ্গে। পর্তুগিজ নাবিক পেদ্রো ক্যাবরেল ১৫০০ খ্রীষ্টাব্দে ব্রাজিল আবিস্কার করেন। ব্রাজিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্তুগিজ কলোনি। কিন্তু যোদ্ধা জার্মানিদের কাছে খুব একটা কঠিন নয় অধিকার ছিনিয়ে নেওয়া। ইতিহাস বলছে জার্মানির লড়াকু মেজাজে মাথা নত করেছে অনেক প্রতিপক্ষ। তাই ভারতীয় সময় রাত সাড়ে নটায় বিশ্ব দেখতে চলেছে ইতিহাসের মহারণ `বিশ্বনাবিক বনাম বিশ্বযোদ্ধা`।
ব্রাজিলের মাটির গন্ধ পর্তুগিজদের খুব চেনা। বলা যেতে পারে একটা আত্মিক সম্পর্ক আছে ব্রাজিলের সংস্কৃতির সঙ্গে। পর্তুগিজ নাবিক পেদ্রো ক্যাবরেল ১৫০০ খ্রীষ্টাব্দে ব্রাজিল আবিস্কার করেন। ব্রাজিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্তুগিজ কলোনি। কিন্তু যোদ্ধা জার্মানিদের কাছে খুব একটা কঠিন নয় অধিকার ছিনিয়ে নেওয়া। ইতিহাস বলছে জার্মানির লড়াকু মেজাজে মাথা নত করেছে অনেক প্রতিপক্ষ। তাই ভারতীয় সময় রাত সাড়ে নটায় বিশ্ব দেখতে চলেছে ইতিহাসের মহারণ `বিশ্বনাবিক বনাম বিশ্বযোদ্ধা`।
সোমবার গ্রুপ জির ম্যাচে মহারণ। এরিনা ফন্টেনোভা স্টেডিয়ামে মুখোমুখি জার্মানি ও পর্তুগাল। কাপ জয়ের দাবিদার হিসেবে বিশ্বকাপের অভিযান শুরু করছে জোয়াকিম লোয়ের দল। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিটনেসের দিকে তাকিয়ে টিম পর্তুগাল।
ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ জেতার ব্যাপারে হট ফেভারিট জার্মানি। সেই প্রত্যাশার চাপ নিয়ে সোমবার অভিযান শুরু করছে জোয়াকিম লোয়ের দল। ১৯৮৬ সালের পর থেকে সব বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে জার্মানি। সেই দলের বিরুদ্ধে নামছে ফিফা র্যাঙ্কিংয়ে চার নম্বর স্থানে থাকা পর্তুগাল। লো বনাম বেন্টো, রোনাল্ডো বনাম মুলার। ব্যাক্তিগত লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। হাই টেম্পো ফুটবল খেলে শুরুতেই বিপক্ষকে চাপে রাখতে চাইছেন জার্মান কোচ। দলে চোট-আঘাত ঘিরে সমস্যা থাকলেও এবারের জার্মানি দলের আসল শক্তি তাদের রিজার্ভ বেঞ্চ। পুরো ফিট না হলেও শুরু থেকে খেলবেন লাম, সোয়াইনস্টাইগার। একমাত্র স্ট্রাইকার ক্লোসেকে বাইরে রেখে ফল্স নাইন স্ট্রাটেজিতে দল সাজাতে পারেন লো। গোল করার জন্য কোচের ভরসা মুলার, ওজিল, গটজে পোডলস্কিরা। ফর্ম ও তারকার বিচারে এগিয়ে থাকলেও বিপক্ষ শিবিরে রোনাল্ডোর উপস্থিতি ভাবাচ্ছে জার্মানিকে। অন্যদিকে সিআরসেভেনকে ঘিরেই আশায় বাঁচতে চাইছে পর্তুগাল। দলের রক্ষণ ও মাঝমাঠ শক্তিশালী হলেও গোল করার ফুটবলার কম। রোনাল্ডো আটকে গেলেই আটকে যায় পর্তুগাল। রোনাল্ডো ও পেপের ফিটনেস সমস্যার মধ্যেই সবার নজর মাঝমাঠের তিন ফুটবলার মুটিনহো, মরালেস, ও উইলিয়াম কার্ভালোহর দিকে।
বিশ্বকাপে এর আগে মোট সতেরোবার মুখোমুখি হয়েছে ইউরোপের এই দুই শক্তিশালী দেশ। যার মধ্যে নয়বার জিতেছে জার্মানি ও তিনবার জিতেছে লুই ফিগোর দেশ। পাঁচটা ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হয়। বিশ্বকাপ হোক অথবা হউরো। সাম্প্রতিক অতীতে বারবার পর্তুগালকে হারিয়েছে জার্মানি।