IND vs NZ 2020: প্রথম একদিনের ম্যাচে হ্যামিলটনে ভারতের নতুন ওপেনিং কম্বিনেশন

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত।

Updated By: Feb 4, 2020, 08:15 PM IST
IND vs NZ 2020: প্রথম একদিনের ম্যাচে হ্যামিলটনে ভারতের নতুন ওপেনিং কম্বিনেশন

নিজস্ব প্রতিবেদন :২০১৯ বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ফের একদিনের ক্রিকেটে নিউ জিল্যান্ডের মুখোমুখি হচ্ছেন কোহলিরা। বুধবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। হ্যামিলটনে প্রথম একদিনের ম্যাচে রোহিতের অনুপস্থিতিতে ভারতের হয়ে ওপেন করবেন মায়াঙ্ক আর পৃথ্বী শ। যা স্পষ্ট করে দিয়েছেন বিরাট কোহলি। আর পাঁচ নম্বরে নামবেন কেএল রাহুল। সঙ্গে কিপিংও করবেন তিনি। অর্থাত্ এবারও প্রথম একাদশে জায়গা হচ্ছে না ঋষভ পন্থের।

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। এবার লক্ষ্য একদিনের সিরিজ। বুধবার ভারত-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম একদিনের ম্যাচ। ভারতের নীল জার্সিতে অভিষেক হতে চলেছে মায়াঙ্ক আগারওয়াল আর পৃথ্বী শয়ের। রোহিত চোট পেয়ে ছিটকে যাওয়ায় দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে চোটের জন্য অধিনায়ক উইলিয়মাসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড। কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। টি-টোয়েন্টি সিরিজে হারের পর এবার একদিনের সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্ল্যাক ক্যাপসরা।

আরও পড়ুন - IND vs NZ 2020: একদিনের সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল নিউ জিল্যান্ড!

.