ICC U-19 World Cup 2020: পাকবধ ভারতের; ১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে মেন ইন ব্লু
ছক্কা মেরে নিজের সেঞ্চুরি আর ভারতের জয় এনে দিলেন যশস্বী জসওয়াল।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপ ফাইনালে ভারত। পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে চলে গেল প্রিয়ম গর্গের দল। প্রথমে বল হাতে সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগীর পর ব্যাট হাতে যশস্বী জসওয়াল এবং দিব্যাংশ সাক্সেনা ভারতকে যুব বিশ্বকাপের ফাইনালে তুলল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে দুই ভারতীয় ওপেনার যশস্বী জসওয়াল এবং দিব্যাংশ সাক্সেনা পাক বোলারদের মাটিতে নামিয়ে অনায়াসে জয় নিশ্চিত করেন। পাকিস্তানের ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ওভারেই কোনও উইকেট না হারিয়ে জয় ছিনিয়ে নেয় ভারত।
Jaiswal finishes off in style!
He reaches his hundred with a six and India qualify for the final.
Their fans are over the moon.#U19CWC | #INDvPAK | #FutureStars pic.twitter.com/Frl7nkjPj3
— Cricket World Cup (@cricketworldcup) February 4, 2020
India are the first team to qualify for the 2020 #U19CWC final!#INDvPAK | #FutureStars pic.twitter.com/8WDUMErVMe
— Cricket World Cup (@cricketworldcup) February 4, 2020
দুরন্ত শতরান করলেন যশস্বী। ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। ছক্কা মেরে নিজের সেঞ্চুরি আর ভারতের জয় এনে দিলেন যশস্বী জসওয়াল। ১১৩ বলে ৮টা চার আর ৪টে ছক্কায় সাজানো যশস্বীর ইনিংস। আর এক ওপেনার দিব্যাংশ ৫৯ রানে নটআউট থাকেন। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে এটাই ভারতের সেরা জয়। সেই সঙ্গে যুব বিশ্বকাপের আসরে মুখোমুখি লড়াইয়ে দুই দলই এখন ৫-৫।
100 for Jaiswal!
He looked in sublime touch today, powering India to the target.#U19CWC | #INDvPAK | #FutureStars pic.twitter.com/JKESNPcRA4
— Cricket World Cup (@cricketworldcup) February 4, 2020
পতচেফস্ট্রফ টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক রোহিল নাজির। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। রবি বিশনোই, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগীর দাপুটে বোলিংয়ে পুরো ৫০ ওভার ব্যাটই করতে পারল না পাক যুব দল। ওপেনার হায়দর আলি (৫৬) আর অধিনায়ক রোহিল নাজিরের (৬২) হাফ সেঞ্চুরিতে ভর করে শেষপর্যন্ত ১৭২ রান তোলে পাকিস্তান। ভারতের হয়ে ৩টি উইকেট নেন সুশান্ত মিশ্র। ২টি করে উইকেট নেন রবি বিশনোই ও কার্তিক ত্যাগী। একটি করে উইকেট নেন আথর্ব আনকোলেকর এবং যশস্বী জসওয়াল।
আরও পড়ুন - কোবের মৃত্যু জীবনদর্শন বদলে দিয়েছে: বিরাট কোহলি