উইকেট কেন এত খারাপ হল? পুণে পিচ নিয়ে বিসিসিআইয়ের কাছে ব্যাখ্যা চাইল আইসিসি

Updated By: Feb 28, 2017, 10:52 PM IST
উইকেট কেন এত খারাপ হল? পুণে পিচ নিয়ে বিসিসিআইয়ের কাছে ব্যাখ্যা চাইল আইসিসি

ব্যুরো: পুণে পিচ নিয়ে অসন্তুষ্ট আইসিসি। সদ্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে টেস্টের উইকেট কেন এত খারাপ হল তার ব্যাখ্যা ভারতীয় বোর্ডের কাছে চেয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। চোদ্দ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে বোর্ডকে। 

পুণের ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের পিচ খারাপ মানের ছিল বলে জানাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ম্যাচ রেফারি  ক্রিস ব্রড পিচ নিয়ে এই রিপোর্ট আইসিসির কাছে জমা দিয়েছে। আইসিসি পিচের মান কেন এত খারাপ ছিল তা জানতে চেয়েছে বিসিসিআই-এর কাছে। চোদ্দ দিনের ভিতর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে উত্তর দিতে বলা হয়েছে। এরপর বোর্ডের বক্তব্য খতিয়ে দেখবে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালার্ডিস ও রঞ্জন মাধুগালে। তারপরই বোঝা যাবে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনও শাস্তির মুখে পড়বে কি না। এর আগে পিচ কেলেঙ্কারিতে আইসিসির সাসপেনশনের মুখে পড়েছিল ফিরোজ শা কোটলা।

.