মায়ের জন্মদিনে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জয়; মা'কে পদক উত্সর্গ করলেন সোনার মেয়ে সিন্ধু

ইতিহাস গড়ে মেয়ে বিশ্বচ্যাম্পিয়ন। আর তার পরই সেলিব্রেশন শুরু হয়ে যায় হায়দরাবাদে সিন্ধুর পরিবারে।

Updated By: Aug 25, 2019, 07:51 PM IST
মায়ের জন্মদিনে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জয়; মা'কে পদক উত্সর্গ করলেন সোনার মেয়ে সিন্ধু

নিজস্ব প্রতিবেদন : ইতিহাসে পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্ব খেতাব জিতলেন হায়দরাবাদী শাটলার। বাসেলে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের ওকুহারাকে হারিয়ে সোনা জিতে নেন সিন্ধু। মায়ের জন্মদিনে ইতিহাস গড়লেন তিনি। আর তাই সোনার পদক মাকে উত্সর্গ করলেন সিন্ধু।

রবিবার একপেশে ফাইনালে মাত্র ৩৮ মিনিটে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নাজোমি ওকুহারাকে স্ট্রেট গেমে হারালেন পিভি সিন্ধু। সিন্ধু গর্জনের সামনে জাপানি প্রতিপক্ষ এদিন কোর্টে যেন অসহায় আত্মসমর্পণ করলেন। এর আগে ২০১৩ ও ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুটো ব্রোঞ্জ এবং ২০১৭ ও ২০১৮ সালে রুপো জিতেছিলেন পিভি সিন্ধু। ২০১৯ সালে এবার সোনা জিতলেন তিনি। সিন্ধুর জয়ে অভিনন্দনের প্লাবন।

ইতিহাস গড়ে মেয়ে বিশ্বচ্যাম্পিয়ন। আর তার পরই সেলিব্রেশন শুরু হয়ে যায় হায়দরাবাদে সিন্ধুর পরিবারে।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই উচ্ছ্বসিত সিন্ধু বলেন, "আমার কোচ কিম জি হুন, গোপীচাঁদ স্যার এবং সাপোর্ট স্টাফদের অনেক অনেক ধন্যবাদ। এই পদক আমার মা-কে উত্‍‌সর্গ করছি। আজ তাঁর(মায়ের) জন্মদিন। হ্যাপি বার্থ ডে মম।"

আরও পড়ুন - বিশ্ব ব্যাডমিন্টনে সিন্ধুগর্জন! ওকুহারাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু

Tags:
.