ডি'ককের ৭৯ রানের ঝোড়ো ইনিংশ! ৯ উইকেটে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

এই ম্যাচে প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি'ককের ৫২ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংশ (অপরাজিত) ঘুরে দাঁড়ানোর সুযোগই দেয়নি ভারতীয় বোলারদের।

Updated By: Sep 22, 2019, 10:57 PM IST
ডি'ককের ৭৯ রানের ঝোড়ো ইনিংশ! ৯ উইকেটে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদন: টসে ভাগ্যের সমর্থন পেলেও রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় শেষমেশ হারের মুখ দেখতে হল টিম কোহলিকে। ১৯ বল বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ৯ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।

রবিবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ভারত-দক্ষিণ আফ্রিকা— দু’পক্ষের কাছেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিনের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে শুরু থেকেই মরিয়া ছিল প্রোটিয়া বাহিনী।

এ দিনের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। তবে শুরুতেই মাত্র ৯ রানে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে যান রোহিত শর্মা। রোহিতের উইকেট হারিয়েও শিখর ধবনের ২৫ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংশের দৌলতে  পাওয়ার প্লে’তে ১ উইকেটে ৫৪ রান তোলে ভারত। এর পরই বিউরন হেনড্রিক্সের বলে ব্যক্তিগত মাত্র ৯ রানে আউট হন বিরাট কোহলি। এর পর ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, ক্রুণাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর— কেউই সে ভাবে ভারতীয় স্কোরবোর্ডকে চাঙ্গা করতে পারেননি। এদেঁর কেউই স্কোরবোর্ডে ২০-এর বেশি রান যোগ করতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে সাকুল্যে ১৩৪ রান তুলতে সক্ষম হয় ভারতীয় ব্যাটিং লাইন। আর এই রান তুলতেই রীতিমতো হিমশিম খেতে হয়েছে ভারতীয় ব্যাটিং লাইনকে।

India vs South Africa

রাবাদা ৩৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ভারতের ২টি  গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন বিউরন হেনড্রিক্স। এ দিনের ম্যাচে হেনড্রিক্সের প্রথম শিকার বিরাট কোহলি।

আরও পড়ুন: ৩৯ লাখ টাকার নতুন সুপারবাইক! ছুটির দিনে রাঁচির রাস্তায় 'বাইকার' ধোনি

এ দিকে রান তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ১০ ওভারেই ৭৬ রান তুলে ফেলে প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি'কক আর রেজা হেন্ড্রিক্স জুটি।  যদিও ম্যাচের ১১তম ওভারে পাণ্ডিয়া বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ২৮ রানে প্যাভেলিয়নে ফিরে যান হেন্ড্রিক্স।  তবে তাতে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি টিম কোহলি। প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি'ককের ৫২ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংশ (অপরাজিত) ঘুরে দাঁড়ানোর সুযোগই দেয়নি ভারতীয় বোলারদের। কুইন্টন ডি'ককের সঙ্গে ২৩ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন টেম্বা বভুমা। ১৬ ওভার ৫ বলেই ১৪০ রান তুলে ৯ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।

.