Rahul Dravid's Biopic: 'যদি ভালো টাকা দেয়...'! দ্রাবিড়ের বায়োপিকে কাকে দেখবেন? কিংবদন্তিই দিলেন উত্তর

Rahul Dravid's Biopic: এবার বড়পর্দায় রাহুল দ্রাবিড়! কে অভিনয় করবেন তাঁর চরিত্রে? কিংবদন্তিই দিলেন উত্তর  

শুভপম সাহা | Updated By: Aug 22, 2024, 08:13 PM IST
Rahul Dravid's Biopic: 'যদি ভালো টাকা দেয়...'! দ্রাবিড়ের বায়োপিকে কাকে দেখবেন? কিংবদন্তিই দিলেন উত্তর
এবার দ্রাবিড়ের বায়োপিক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক্কা ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ১১ বছর পর এসেছে ভারতের কোনও আইসিসি ট্রফি! বিগত পাঁচটি আইসিসি ট্রফির ফাইনালে উঠেও বৈতরণী পার করতে পারেনি ভারত। তবে এবার রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং বার্বাডোজে ইতিহাস লিখে তেরঙা পুঁতে দিয়ে এসেছে।

Add Zee News as a Preferred Source

বিশ্বকাপের নিরিখে প্রায় ১৩ বছর পর আবার বিশ্বকাপ। আর এই কাপ এসেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিংয়েই। তবে রাহুল আর ভারতের কোচ নন, দেশকে কাপ জিতিয়ে কলার তুলে দায়িত্ব ছেড়েছেন 'দ্য ওয়াল'! সম্প্রতি রাহুল ছিলেন ক্রিকেটের এক পুরস্কারপ্রদান ইভেন্টে। সেখানে প্রশ্নোত্তর সেশনে ছিলেন দ্রাবিড়। 

আরও পড়ুন: ব্রিটিশ মুলুকে মহাযুদ্ধ, কবে কোথায় স্টোকসদের মুখোমুখি রোহিতরা? চলে এল পুরো সূচি

দ্রাবিড়ের যা ভাবমূর্তি, তাঁকে নিয়ে অনায়াসে বায়োপিক হতে পারে। ওই অনুষ্ঠানেই রাহুলের কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে, যদি তাঁকে নিয়ে বায়োপিক হয়, তাহলে বড়পর্দায় তিনি তাঁর ভূমিকায় কাকে দেখতে চাইবেন? যা শুনে দ্রাবিড়ের সরস উত্তরে হাসির রোল উঠেছিল ইভেন্টে। স্রেফ এক লাইনে যা বলার বলে দিয়েছিলেন রোহিতদের প্রাক্তন কোচ। দ্রাবিড় বলেন, 'দেখুন যদি ভালো টাকা দেয়, তাহলে আমিই সেই ভূমিকায় অভিনয় করব।' এই উত্তর শোনার পর সঞ্চালকের পক্ষে আর কিছু বলা সম্ভব হয়নি। কোচ হিসেবে দ্রাবিড় তো নিজেকে প্রমাণ করেছেনই। ভারতের তরুণ ক্রিকেটারদের তুলে আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল প্রশ্নাতীত। এখানেই শেষ নয় জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতেও প্রধান পদে তিনি দারুণ কাজ করেছেন। 

ক্রিকেটার হিসাবেও দ্রাবিড়ের কেরিয়ার ঈর্ষণীয়। ১৬৪ টেস্ট ম্যাচে ১৩ হাজার ২৮৮ রান করেছেন দ্রাবিড়। ৩৪৪টি একদিনের আন্তর্জাতি ম্য়াচে ১০ হাজার ৮৮৯ রান রয়েছে তাঁর।  প্রথম শ্রেণীর কেরিয়ারেও তিনি করেছেন ২৪ হাজারের কাছাকাছি রান। দ্রাবিড়ের বায়োপকি হলে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা যে হল ভরিয়ে দেবেন, তা বলার কোনও অপেক্ষা রাখেই না।

আরও পড়ুন: লক্ষ্মীবারে লিগের ড্র হল, পুরনো 'ব্যথা'র সঙ্গেই লাল-হলুদ! আছে পদ্মাপারের হেভিওয়েটও

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.