Raju Da Pocket Paratha: দেশের গণ্ডি পেরিয়ে রাজুদা এবার বিদেশে! বোঝো কাণ্ড...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'এক প্লেটে তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচালঙ্কা, ৩০ টাকা।' এখন নাকি লোকজন ঘুমের ঘোরেও এই লাইন আওড়াচ্ছেন! যাঁরা ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে বেশ সক্রিয়, তাঁদের কাছে আর নতুন করে বলে দেওয়ার কোনও প্রয়োজন নেই, যে জনপ্রিয় সংলাপ কার! তবে আজও যাঁদের কাছে এই লাইনগুলি অজানা, তাঁদের জন্য কিছু কথা বলার প্রয়োজন রয়েছে। শিয়ালদহ চত্বরের এক পরোটা বিক্রেতা সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছেন, যিনি রাজুদার পকেট পরোটা (Raju Da Paratha) নামেই পরিচিত! তিনি এক প্লেটে তিনটি পরোটা, সবজি, সিদ্ধ ডিম, পিঁয়াজ ও কাঁচালঙ্কা দেন। দাম নেন ৩০ টাকা। তাঁর বাচনভঙ্গি সরলতা মানুষকে ছুঁয়ে গিয়েছে, ইউটিউবারদের ভিড় লেগেই রয়েছে রাজুর দোকানে। এমনকী তাঁকে নিয়ে গানও বাঁধা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Vinod Kambli And Sachin Tendulkar: 'ও যে মানে না মানা', সচিনকে আঁকড়ে আবেগি কাম্বলি! মুহূর্ত চুপ...
এবার শিয়ালদহের রাজুদা চলে গেলেন জামাইকায়! রাজুদা সশরীরে না এলেও ওয়েস্ট ইন্ডিজে তাঁকে নিয়েছেন বাংলাদেশের ব্যাটার জাকের আলি। এবার আসা যাক কোন ঘটনা নিয়ে এত হইচই! জোড়া টেস্ট, তিনটি ওডিআই ও তিনটি টি-২০ আই খেলতে বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজে সফররত। মেহেদি হাসান মিরাজরা অ্যান্টিগায় প্রথম টেস্ট ২০১ রানে হেরেছিলেন। জামাইকায় যদিও মেহেদিরা ১০১ রানে ক্রেগ ব্রেথওয়েটদের হারিয়ে সিরিজ ড্র করেছে। আর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টেই রাজুকে নিয়ে এসেছেন জাকের আলি।
উইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ঘটনা। ক্রেগ ব্রেথওয়েট ও কেসি কার্টি ব্যাটিং করছিলেন, বল করছিলেন তাসকিন আহমেদ। তখন জাকেরকে বারবার বলতে শোনা যায়, 'তিনটে পরোটা, আনলিমিটেজ সবজি, একটা ডিম, একটা কাচালঙ্কা।' তিনি ক্রেগ-কার্টির ফোকাস নড়িয়ে দিতেই বারবার এমন বলছিলেন। খুব স্বাভাবিক দুই উইন্ডিজ ক্রিকেটারের পক্ষে বাংলা বোঝা সম্ভব ছিল না। জাকেররা যদিও রাজুর সংলাপ আওড়ে দারুণ মজাই পেয়েছেন। বোঝাই যাচ্ছে শিয়ালদহের পরোটা বিক্রেতা এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয়।
আরও পড়ুন: বিদেশ থেকে মাস্টার্স করেই বিরাট পদে সারা, মেয়ের খুশিতে আজ আনন্দে আত্মহারা সচিন!
|
IND
(20 ov) 167/8
|
VS |
AUS
119(18.2 ov)
|
| India beat Australia by 48 runs | ||
| Full Scorecard → | ||
|
NEP
(50 ov) 239/9
|
VS |
UAE
243/6(49.1 ov)
|
| United Arab Emirates beat Nepal by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
USA
(50 ov) 292/3
|
VS |
UAE
49(22.1 ov)
|
| USA beat United Arab Emirates by 243 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.