Ravindra Jadeja, Asia Cup 2022: মুছে গেল পাঠানের নাম! এশিয়া কাপের এই ইতিহাস এখন জাদেজার

২০১০ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে জাদেজা চার উইকেট পেয়েছিলেন। ২০১২ সালে তাঁর ঝুলিতে আসে একটি উইকেট। ২০১৪-তে জাদেজা নেন সাত উইকেট। এরপর ২০১৬-তে তিনটি ও ২০১৮-তে সাতটি। চলতি এশিয়া কাপে জাদেজা এখনও পর্যন্ত একটি উইকেটই নিয়েছেন। 

Updated By: Sep 1, 2022, 02:34 PM IST
Ravindra Jadeja, Asia Cup 2022: মুছে গেল পাঠানের নাম! এশিয়া কাপের এই ইতিহাস এখন জাদেজার
ইতিহাস লিখলেন জাদেজা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2022) ইতিহাস লিখলেন ভারতীয় দলের স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ( Ravindra Jadeja)। 'স্যার জাড্ডু' প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠানকে (Irfan Pathan) টপকে অনন্য ইতিহাস লিখলেন। এই মুহূর্তে এশিয়া কাপে ভারতের সর্বাধিক উইকেট শিকারি এখন জাদেজা। গত বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হয়েছে হংকংয়ের (India vs Hong Kong, Asia Cup 2022)। এই ম্যাচে জাদেজা একটি উইকেট পান। আর এই উইকেটের সৌজন্যেই তিনি এই মাইলস্টোন লিখে ফেললেন।

২০১০ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে জাদেজা চার উইকেট পেয়েছিলেন। ২০১২ সালে তাঁর ঝুলিতে আসে একটি উইকেট। ২০১৪-তে জাদেজা নেন সাত উইকেট। এরপর ২০১৬-তে তিনটি ও ২০১৮-তে সাতটি। চলতি এশিয়া কাপে জাদেজা এখনও পর্যন্ত একটি উইকেটই নিয়েছেন। এশিয়া কাপে তাঁর ঝুলিতে এল ২৩টি উইকেট। পাঠানের ছিল ২২টি উইকেট। প্রাক্তন বাঁ-হাতি পেসার পঞ্চাশ ওভারের ফরম্যাটেই এশিয়া কাপের প্রতিটি ম্যাচ খেলেছেন। যদিও জাদেজা এশিয়া কাপ খেলেছেন সাদা বলের ক্রিকেটের দুই ভিন্ন ফরম্যাটেই।

আরও পড়ুন: Virat Kohli: প্রতিপক্ষের বিরাট কুর্নিশ কোহলিকে! পেলেন আবেগি বার্তায় মোড়া অবিস্মরণীয় উপহার

এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়া প্রথম তিন বোলারই শ্রীলঙ্কার। একে কিংবদন্তি মুথাইয়া মুরলীথরন (৩০), লাসিথ মালঙ্গা (২৯) ও অজন্তা মেন্ডিস (২৬)। এরপর রয়েছেন পাকিস্তানের সইদ আজমল (২৫)। বিশ্বের এক নম্বর টি-২০ দলের সঙ্গে ২০ নম্বর দলের খেলা হলে, যে ফল প্রত্যাশিত থাকে, ভারত-হংকং ম্যাচে সেটাই ঘটেছে।প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল। জবাবে হংকং নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৫২ রান। রোহিত অ্যান্ড কোং জেতে ৪০ রানে। এই জয়ের সঙ্গেই ভারত এশিয়া কাপের শেষ চারে পৌঁছে যায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.