Champions League । Real Madrid: মাদ্রিদ ঝড়ে উড়ে গেল লিভারপুল, পিছিয়ে থেকেও জয় লস ব্লাঙ্কোসের

রিয়াল মাদ্রিদ (Real Madrid) তাদের চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ১৬-র খেলার প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে ৫-২ ব্যবধানে স্বাচ্ছন্দ্যে জয়ী হয়। যদিও খেলার শুরুতে ২ গোলে পিছিয়ে পরে তারা কিন্তু এরপরেও খেলায় ফিরে আসতে এবং জয় ছিনিয়ে নেওয়ায় কোনও ভুল করেনি তারা।

Updated By: Feb 22, 2023, 11:38 AM IST
Champions League । Real Madrid: মাদ্রিদ ঝড়ে উড়ে গেল লিভারপুল, পিছিয়ে থেকেও জয় লস ব্লাঙ্কোসের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যানফিল্ডে (Anfield) একটি রোমাঞ্চকর প্রতিযোগিতায়, রিয়াল মাদ্রিদ (Real Madrid) তাদের চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ১৬-র খেলার প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে ৫-২ ব্যবধানে স্বাচ্ছন্দ্যে জয়ী হয়। যদিও খেলার শুরুতে ২ গোলে পিছিয়ে পরে তারা কিন্তু এরপরেও খেলায় ফিরে আসতে এবং জয় ছিনিয়ে নেওয়ায় কোনও ভুল করেনি তারা। লিভারপুল চার মিনিটের মধ্যেই লিড নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলায় স্বপ্নের সূচনা করে। ডানদিকে মহম্মদ সালাহ (Mohamed Salah) ডারউইন নুনেজের (Darwin Nunez) জন্য একটি সুন্দর বল সাজিয়ে দেন। নুনেজ মাদ্রিদের রক্ষণ ভেদ করে বলটি ধরেন এবং মাদ্রিদের গোলের তলায় অসহায় থিবো কুর্তোয়ার (Thiabaut Courtois) মাথার উপর দিয়ে ফ্লিক করে জালে জড়িয়ে দেন।

এর ১০ মিনিট পরেই নিজদের লিড দ্বিগুণ করে ভক্তদের মনে জয়ের স্বপ্ন বোনা শুরু করে লিভারপুল। কুর্তোয়া বক্সের মধ্যেই হোঁচট খেয়ে সালাহকে লিড বাড়ানোর সুযোগ করে দেন। সাভাবিকভাবেই গোল খুঁজে পেতে ভুল করেননি সালাহ।

আরও পড়ুন: WATCH | Sania Mirza: আর কোর্টে দেখা যাবে না সানিয়াকে! দুবাইয়ে হেরেই টেনিসকে আলবিদা কিংবদন্তির

তবে হাফ টাইমের কাছাকাছি সময়ে মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior) বাস্তবের মাটিতে ফিরিয়ে আনে লিভারপুলকে। প্রথমেই বক্সের মধ্যে নিজের জায়গা তৈরি করে নেন তিনি এবং তারপরে একটি জোড়ালো শটে দূরের পোস্টে অ্যালিসনের (Alisson) পাস দিয়ে বল ঠেলে দেন গোলে।

এরপর, জো গোমেজের (Joe Gomez) ব্যাক পাসের থেকে মাদ্রিদকে গোল উপহার দেয় লিভারপুল। অ্যালিসন তার ডিফেন্ডারের কাছে বল ফেরত দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পাসটি তার আন্তর্জাতিক দলের সতীর্থের কাছ থেকে ছিটকে যায় এবং তার পিছনে গোলে চলে যায়।

বিরতির পর লিভারপুলের অবস্থা আরও খারাপ হয়। একটি সুন্দর ফ্রি-কিক থেকে লুকা মডরিচ (Luca Modric) খালি জায়গায় থাকা এডের মিলিতাওকে (Eder Militao) খুঁজে পান। এই পাস থেকেই মাদ্রিদকে ৩-২ গোলে এগিয়ে দেন মিলিতাও।

আরও পড়ুন: Kibu Vicuna | Mohammedan SC: অল্প দিনেই মোহভঙ্গ, কিবুকে ছেঁটে ফেলল মহামেডান! দায়িত্বে এবার কে?

আট মিনিট পরে, করিম বেনজেমা (Karim Benzema) যোগ দেন এই পার্টিতে। ডানদিকে রড্রিগোর (Rodrygo) সঙ্গে পাস খেলে, তাঁর শট জো গোমেজের ডিফ্লেক্ট হয়ে অ্যালিসনকে বোকা বানিয়ে ঢুকে যায় লিভারপুলের গোলে।

লস ব্লাঙ্কোসের (Los Blancos) পঞ্চম গোলটি আসে মিডফিল্ডে লুকা মডরিচের মাঝমাথের অসাধারণ দৌড়ের মাধ্যমে। মাঝমাঠের অসাধারণ দৌড়ের পরে মদ্রিচ বল সাজিয়ে দেন ভিনিকে। তাঁর কাছ থেকে বল আসে বেনজেমার। তিনজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে অ্যালিসনকে নিচে বসিয়ে বল জালে জড়িয়ে দেন ফরাসি তারকা।

এরপরে ১৫ মার্চ রিয়াল মাদ্রিদ বার্নাব্যুতে (Bernabeu) ফিরতি লেগের আগে একটি দুর্দান্ত অবস্থানে রয়েছে। এরপরেই আরও বড় খেলা রয়েছে মাদ্রিদের সামনে যেখানে তাঁরা মুখোমুখি হবে প্রথমে অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid) এবং তারপর বার্সেলোনার (Barcelona)।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.