Road Safety World Series: অনবদ্য Sachin Tendulkar, চার ছক্কায় Yuvraj Singh মনে করালেন পুরনো স্মৃতি, দেখুন ভিডিও
নির্ধারিত ২০ ওভারে ভারতের ২০৪ রানের জবাবে ১৪৮ রানেই থেমে যায় জন্টি রোডসের দঃ-আফ্রিকা লেজেন্ডস।
নিজস্ব প্রতিবেদন - পৃথিবী কি পিছনদিকে ঘুরছে? নাকি সচিন তেন্ডুলকর, যুবরাজ সিংয়ের মত কিংবদন্তিদের বয়স বাড়ে না? রায়পুরে ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজে আগাগোড়াই দারুন ছন্দে দেখা গেছে সচিনকে। তবে শনিবার রাতে দঃ-আফ্রিকা লেজেন্ডসদের বিরুদ্ধে তিনি যে ব্যাটিং উপহার দিলেন তা নিঃসন্দেহে তাঁর সমর্থকদের মনে করিয়ে দিয়েছিল শারজা, সেঞ্চুরিয়ন বা নেপিয়ারকে। ওপেন করতে নেমে মাত্র ৩৭ বলে ৬০ রান করে যান মাস্টার ব্লাস্টার। মারেন ৯টি চার ও একটি ছয়। তাঁর ট্রেডমার্ক ব্যাকফুট ড্রাইভ, পুল বা স্ট্রেট ড্রাইভ এখনও একই রকম দৃষ্টিনন্দন।
Alexa: Show me University of Cricket..??
#RoadSafetyWorldSeries#SachinTendulkar @sachin_rt pic.twitter.com/u5DQJkNN8O
— CrickeTendulkar (@CrickeTendulkar) March 13, 2021
অপরদিকে ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ যুবরাজ সিং যেন ফিরে গিয়েছিলেন ২০০৭ টি-২০ বিশ্বকাপে। সেবার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬টি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন যুবি। এদিনও তিনি ১৮তম ওভারে জেন্ডার ডি ব্রুইনকে পরপর চারটি ছক্কা মেরে সেই স্মৃতি উসকে দিয়েছিলেন। ২২ বলে ৫২ রান করে নট আউট থেকে যান তিনি। সব মিলিয়ে ৬টি ছক্কা ও ২টি বাউন্ডারি মারেন তিনি।
SINGH ON SONG pic.twitter.com/tUAPCzXgV4
— Emil (@RifatEmil) March 13, 2021
নির্ধারিত ২০ ওভারে ভারতের ২০৪ রানের জবাবে ১৪৮ রানেই থেমে যায় জন্টি রোডসের দঃ-আফ্রিকা লেজেন্ডস।