হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন Roger Federer

৩৯ বছর বয়সী এই তারকা ফেব্রুয়ারিতে শেষবার টেনিস কোর্টে নেমেছিলেন। কিছুদিন আগেই তিনি ফের অনুশীলন শুরু করেছিলেন এবং ৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর নামা নিশ্চিত ছিল।

Updated By: Dec 28, 2020, 01:31 PM IST
হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন Roger Federer
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জেতা সুইশ তারকা রজার ফেডেরার। তাঁর পুরোনো চোট ঠিক হয়নি এবং সেরে ওঠার প্রক্রিয়া এখনও চলছে। সোমবার আয়োজকদের তরফ থেকে এই খবরে সিলমোহর দেওয়া হয়।

৩৯ বছর বয়সী এই তারকা ফেব্রুয়ারিতে শেষবার টেনিস কোর্টে নেমেছিলেন। কিছুদিন আগেই তিনি ফের অনুশীলন শুরু করেছিলেন এবং ৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর নামা নিশ্চিত ছিল।

আরও পড়ুন- Boxing Day Test: অ্যাডিলেডের লজ্জাজনক হার ভুলে মেলবোর্নে জয়ের গন্ধ পাচ্ছে Team India

২০০০ সাল থেকে কখনও অস্ট্রেলিয়ান ওপেনে ফেডেরার নেই এমন হয়নি। মেলবোর্নের দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ফেডেরার। আয়োজক কমিটির প্রধান বলেন, আরও একটু সময় পেলে ফেডেরার হয়ত খেলতে পারতেন। ফেডেরারের ঘনিষ্ঠ সূত্রের খবর যে তিনি নিজেও হতাশ এই টুর্নামেন্টের অংশ হতে না পেরে। অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষের তরফ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইটও করা হয়।

আরও পড়ুন- Boxing Day Test: ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা! যন্ত্রনায় মাঠ ছাড়লেন Umesh Yadav

.