দুর্বল আফগানীদের বিরুদ্ধে রোহিত বিক্রম, অবশেষে ব্যাটিং ফর্মে ফিরল ভারত
প্রথমে ব্যাটিং করে ভারতের ব্যাটিং ঝড়। অবশেষে নড়বড়ে আফগানের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। নির্ধারিত ৫০ ওভারে ভারতের রান ৩৬৪।
ওপেনিং জুটিতে ধাওয়ান হতাশ করলেও মুখরক্ষা করেছেন রোহিত শর্মা। ১৫০ রানের ইনিংসে রোহিত ছক্কা হাঁকিয়েছেন ৭ টি। তার সঙ্গে রয়েছে ১২ টি চার।
রোহিতের সঙ্গে জুটি বেঁধে দলের রান মেশিনকে এগিয়েছেন সুরেশ রায়না ও অজিঙ্কে রাহানে। রায়নার ৭১ বলে ৭৫, সঙ্গে রাহানের ৬১ বলে ৮৮ রানের ঝোড়ো ইনিংস ভারতকে পৌঁছে দেয় রানের মাইলস্টোনে। ওপেনিং ব্যার্থতা থাকলেও মিডিল অর্ডারে রায়না-রাহানের যোগ্য সংযত টিম ইন্ডিয়াকে অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
নড়বড়ে প্রতিপক্ষ পেয়েও আরও একবার ব্যর্থ শিখর ধাওয়ান। নিজেকে প্রমাণ করতে পারলেন না। ব্যাক্তিগত ৪ রানেই আউট হয়ে ২২ গজ ছাড়েন ধাওয়ান। আবারও ব্যর্থ বিরাট করেন ৫।
ব্যাক্তিগত ১০ রানে অপরাজিত ক্যাপ্টেন কুল ধোনি। হার্ড হিটিং ধোনির ব্যাট হঠাৎ যেন নীরব। ২০ বল খেলে ধোনির স্কোর মাত্র ১০।
ফিট-আনফিট গেড়োয় রোহিতের ফর্মে ফেরাটাই আফগান যুদ্ধে সবথেকে বড় প্রাপ্তি ভারতের। ব্যাটিং অর্ডারে রোহিতকে নিয়ে যে শঙ্কা ছিল ভারতীয় ম্যানেজমেন্টে, কার্যত তার অবসান ঘটালেন
রোহিত নিজেই।