WATCH | Rohit Sharma: ট্রাফিকে আটকে টিম বাস, পাশাপাশি রোহিত-হার্দিক, জয়পুরের জনগণ এ কী করলেন!

Rohit Sharma chants were buzzing infront of Hardik Pandya on the streets of Jaipur: হার্দিক পাণ্ডিয়া বলে যা কারোর অস্তিত্ব আছে, সেটা  বুঝতে দিলেন না রোহিত শর্মার ভক্তরা!   

Updated By: Apr 23, 2024, 05:24 PM IST
WATCH | Rohit Sharma: ট্রাফিকে আটকে টিম বাস, পাশাপাশি রোহিত-হার্দিক, জয়পুরের জনগণ এ কী করলেন!
রোহিতের সামনেই হার্দিককে বেনজির অপমান দর্শকের!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2024) দেখতে দেখতে ৩৮ ম্য়াচ হয়ে গেল! তবুও বহু সমর্থকের হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) প্রতি আচরণ একটুও বদলাল না। তাঁরা মেনেই নিতে পারছেন না যে, কী করে রোহিত শর্মার (Rohit Sharma) জায়গায় হার্দিক লিগের  যুগ্ম সফলতম এক দলের দায়িত্ব নিতে পারেন! মুম্বইয়ের ঘরের ছেলে রোহিত। সেখানে তাঁকে ভক্তরা রাজার মতো দেখেন। তাঁকে বলা হয় 'মুম্বই কা রাজা'। এখানেই শেষ নয়, রোহিত প্রকাশ্য়ে আসলেই। অনুরাগীরা স্লোগান তোলেন, 'হামারা ক্য়াপ্টেন ক্য়ায়সা হো, রোহিত শর্মা য্য়ায়সা হো'... 

আরও পড়ুন:  'ও এখন আর...'! ভারতীয় নক্ষত্রের কলমে বিদ্ধ হার্দিক, ফিল্টারহীন সমালোচনায় সুনামি

গত মঙ্গলবার সন্ধ্য়ায়, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল আইপিএলের ৩৮ নম্বর ম্য়াচে। মুম্বই ৯ উইকেটে ১৭৯ রান তুলেছিল। জবাবে রাজস্থান আট বল হাতে রেখে নয় উইকেটে হেসে খেলে ম্য়াচ বার করে নেয়। যশস্বী জয়সওয়াল ৬০ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে একাই ম্য়াচ বার করে আনেন। খেলা শেষে টিম মুম্বই ইন্ডিয়ান্স যখন হোটেলে ফিরছিল, তখন জয়পুরের ট্রাফিকে আটকে পড়ে বিরাট নীল রঙের টিম বাস। আর তখনই একদল সমর্থক রোহিতের নামে চেনা জয়ধ্বনি দিতে শুরু করেন। কেউ, কেউ আবার স্মার্টফোনে ভিডিয়ো শুট করা শুরু করেন। ক্য়ামেরায় দেখা যায় যে, রোহিত-হার্দিক পাশাপাশি সিটে বসে আছে। পুরো ঘটনায় রোহিতও কিছুটা স্তম্ভিত হয়ে যান। জয়পুরের জনগণের উদ্দেশ্য়ে তিনি আঙুল তুলে দেখান। 

চলতি আইপিএলে সর্বাধিক রানশিকারিদের তালিকায় হার্দিকের রোলনম্বর ৩৭! আট ম্য়াচে করেছেন মাত্র ১৫১ রান। বোলিংয়ের তালিকা বলছে তিনি রয়েছেন ৫৩ নম্বরে। আট ম্য়াচে এসেছে মাত্র চার উইকেট। একেতে হার্দিকের ফর্ম তাঁর সঙ্গে নেই। তারউপর প্রতিনিয়ত সমালোচিত হতে হচ্ছে। রোহিতের বদলে যবে থেকে হার্দিক মুম্বইয়ের অধিনায়ক হয়েছেন, তবে থেকেই তাঁর জীবনে শনি নেমে এসেছে! তালিতে নয় তিনি এখন বাঁচেন গালিতে। গ্যালারির টিটকিরি আর বিদ্রুপ তাঁর মাথার বালশি আর কোল বালিশের মতো হয়ে গিয়েছে।

আরও পড়ুন:'আমি সব করতে রাজি।' ডিকে নিজেকে দেখছেন কাপযুদ্ধের বিমানে, দিনরাত জপছেন তিন নাম...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.