Rohit Sharma, IND vs PAK : 'কে ওপেন করবেন?' পাক সাংবাদিকের প্রশ্ন, উড়িয়ে খেলেলেন রোহিত

'আপনিই দেখুন, টসের পর কে আসে ব্যাট করতে। কিছু গোপনীয়তা আমাদেরও তো রাখতে দিন ভাই। কম্বিনেশনের ক্ষেত্রে আমরা নিত্যনতুন জিনিস চেষ্টা করে দেখব বলেই ঠিক করেছি, যখনই সেই সুযোগ আসবে।' 

Updated By: Aug 27, 2022, 10:01 PM IST
Rohit Sharma, IND vs PAK : 'কে ওপেন করবেন?' পাক সাংবাদিকের প্রশ্ন, উড়িয়ে খেলেলেন রোহিত
রোহিত খেললেন সোজা ব্যাটে

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিগত দুই টি-২০ সিরিজে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত একাধিক ওপেনিং কম্বিনেশন পরখ করে দেখেছে। কখনও ঈশান কিশান (Ishan Kishan) তো কখনও ঋষভ পন্থ (Rishabh Pant) ওপেন করেছেন রোহিত শর্মার (Rohit Sharma)। সূর্যকুমার যাদবও ওপেন করছেন। আবার রোহিত যখন খেলেননি সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ওপেন করেছেন। চোটের জন্য কেএল রাহুল ( KL Rahul) মাঠের বাইরে থেকেছেন বলেই, ভারতের ওপেনিংয়ে পরীক্ষা-নীরিক্ষা চলেছে। আগামিকাল ভারত-পাকিস্তান ( IND vs PAK) মহাযুদ্ধ। এই ম্যাচে কে করবেন ওপেন! শনিবার প্রাক ম্যাচ অনুষ্ঠানে এই প্রশ্নই করেছিলেন এক পাক সাংবাদিক।

পাক সাংবাদিক বলেন, 'বিগত কয়েকটি সিরিজে, ভারত নতুন নতুন কম্বিনেশন ট্রাই করেছে ওপেনিংয়ে! কখনও পন্থ তো কখনও সূর্যকুমার যাদব খেলেছেন। কারণ কেএল রাহুল ছিলেন না। এবার উনি যখন দলে ফিরে এসেছেন, তাহলে আগামিকাল কি আপনার সঙ্গে ওপেনিংয়ে রাহুলকেই দেখা যাবে? রোহিত বলেন, 'আপনিই দেখুন, টসের পর কে আসে ব্যাট করতে। কিছু গোপনীয়তা আমাদেরও তো রাখতে দিন ভাই। কম্বিনেশনের ক্ষেত্রে আমরা নিত্যনতুন জিনিস চেষ্টা করে দেখব বলেই ঠিক করেছি, যখনই সেই সুযোগ আসবে। বিগত ছয়-আট মাস করেছি, আমরা অনেক উত্তর পেয়েছি।' 

আরও পড়ুন: Rohit Sharma, Babar Azam: 'ভাই বিয়ে করে নাও'! রোহিতের পরামর্শ শুনে কী বললেন বাবর?

গতবছর টি-২০ বিশ্বকাপে শেষবার ভারত-পাকিস্তান এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল। ভারতকে ১০ উইকেটের লজ্জার হারের সাক্ষী থাকতে হয়েছিল। সেই হার কি এখনও ভাবাচ্ছে রোহিত অ্যান্ড কোংকে? যার উত্তরে রোহিত বলেন, 'দল দারুণ মুডে রয়েছে। অতীতে যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে। আমরা ম্যাচ ধরে ধরে ভাবতে চাই। এটাতেই আমাদের ফোকাস। আমরা এখনও প্রথম একাদশ ঠিক করিনি। পিচ দেখে ঠিক করব। আমরা মাঠে নামলে, ফ্যানরা শুধু ম্যাচই দেখতে চান না, খেলোয়ড়দের সঙ্গেও দেখা করতে চায়। প্রতিদ্ধন্দ্বিতা নিয়ে কথা হলে বলতে পারি যে, দু'টি কোয়ালিটি টিম মাঠে নামবে। আমাদের ব্যাটিং কোচ ঠিক করেন যে, কে নেটে ব্যাট করবেন। বিরাট কোহলি দেখে মনে হল, ও ছন্দে আছে। আমাদের সেই ভাবে প্রস্তুতি নিতে হবে।' দেখা যাক রবির মহারণে শেষ কথা কে বলেন!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.