জেল এড়াতে ১৫০ কোটি টাকা জরিমানা দেবেন রোনাল্ডো

নিশ ক্লাব রিয়েল মাদ্রিদে থাকাকালীন ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ৪ বছর কর ফাঁকি দিয়েছেন তিনি। সেকারণেই এবার এতো বড় শাস্তির সম্মুখে পড়তে হয়েছে তাঁকে।

Updated By: Jan 22, 2019, 05:41 PM IST
জেল এড়াতে ১৫০ কোটি টাকা জরিমানা দেবেন রোনাল্ডো

নিজস্ব প্রতিবেদন: কর ফাঁকি মামলায় তাঁর ২৩ মাসের জেল হওয়ার সম্ভাবনা ছিল। সেই সাজা  ঠেকাতে এবার বড়সড় জরিমানা দিতে রাজি হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্য গার্ডিয়ান প্রকাশিত খবর অনুযায়ী রোনাল্ডো ১৫০ কোটি টাকা জরিমানা দিতে রাজি হয়েছেন। এই বিপুল অঙ্কের জরিমানা দেওয়ার ফলে জুভেন্তাস তারকাকে আর জেলে যেতে হবে না। স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদে থাকাকালীন ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ৪ বছর কর ফাঁকি দিয়েছেন তিনি। সে কারণেই এবার এতো বড় শাস্তির সম্মুখে পড়তে হয়েছে তাঁকে।

আরও পড়ুন- কর ফাঁকি, ২৩ মাসের জেল হতে পারে রোনাল্ডোর!

উল্লেখ্য, বড়সড় জরিমানা দিয়ে কর ফাঁকি মামালায় রেহাই পেলেও রোনাল্ডোর মাথায় এখনও কালো মেঘের মতো আচ্ছাদিত রয়েছে ধর্ষণ মামলা। ক্যাথরিন মায়োরগা নামের মডেল সিআরসেভেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালে লাস ভেগাসের একটি বিলাসবহুল হোটেলে ক্যাথরিন মায়োরগাকে ধর্ষণ করেছেন তিনি। যদিও এই অভিযোগকে সাজানো বলে দাবি করেছেন রোনাল্ডোর আইনজীবী।

আরও পড়ুন- আপনিও কি ভারতীয় দলের হয়ে খেলছেন? প্রবল কটাক্ষের মুখে অনুষ্কা

কয়েকদিন আগেই ওই মামলায় রোনান্ডোর ডিএনএ-র নমুনা চেয়ে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিস। এই পরিস্থিতিতে কর ফাঁকি মামলা ফুটবল তারকাকে আরও কোণঠাসা করে দিয়েছিল। এমন অবস্থায় বিপুল পরিমাণ অর্থ জরিমানা দিয়ে সাময়িক স্বস্তির পথই বেছে নিলেন সিআরসেভেন।

.