ছেচল্লিশ বছরের পুরনো রেকর্ড ভাঙতে পারবেন রোনান্ডো?
ছেচল্লিশ বছরের পুরনো রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনান্ডো। ইউরোপীয় লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ CR7-র সামনে।
ব্যুরো: ছেচল্লিশ বছরের পুরনো রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনান্ডো। ইউরোপীয় লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ CR7-র সামনে।
পর্তুগিজ লিগ, ইপিএল আর লা লিগায় রোনাল্ডোর মিলিত গোলসংখ্যা তিনশো পঁয়ষট্টি। আর একটা গোল করলেই কিংবদন্তি জিমি গ্রিয়েভসকে ছুঁয়ে ফেলবেন পর্তুগিজ সুপারস্টার। তিনশো ছেষট্টি গোল করে ইউরোপীয় লিগে সর্বোচ্চ গোলদাতা এই মুহুর্তে ইংল্যান্ডের প্রাক্তন তারকা গ্রিয়েভস। চেলসি,এ সি মিলান, টটেনহ্যাম, ওয়েস্ট হ্যামের মত ক্লাবে খেলে সাড়ে তিনশোর বেশি গোল করেছিলেন তিনি। গত চার দশক তাঁর ধারে কাছে পৌছতে পারেননি কেউ। অবশেষে প্রায় পঞ্চাশ বছরের রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে রিয়ালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (বেঙ্গালুরুর জনবহুল রাস্তায় মেয়েকে নিয়ে হাঁটতে বেরোলেন ওয়ার্নার)