পর্তুগাল জিতলেও রোনাল্ডোকে চেনা মেজাজে পাওয়া গেল না

প্রত্যাশা অনেক ছিল। পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে গোল করতে পারলেই প্লাতিনির গড় নজির স্পর্শ করতে পারতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার রাতে একশো কুড়ি মিনিট মাঠে থাকলেও মনে রাখার মতো মূহুর্ত তৈরি করতে পারলেন না সিআর সেফেন। গোল করার মতো পরিস্থিতি তৈরি করলেও পোল্যান্ডের রক্ষণে চক্রব্যূহে বারবার আটকে গেলেন রোনাল্ডো। গোল করলেন বটে। তবে সেটা টাইব্রেকারে। চলতি ইউরোয় যেন কিছুতেই ছন্দে পাওয়া যাচ্ছে না বিশ্বফুটবলের এই গোলমেশিনকে।

Updated By: Jul 1, 2016, 04:55 PM IST
পর্তুগাল জিতলেও রোনাল্ডোকে চেনা মেজাজে পাওয়া গেল না

ওয়েব ডেস্ক: প্রত্যাশা অনেক ছিল। পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে গোল করতে পারলেই প্লাতিনির গড় নজির স্পর্শ করতে পারতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার রাতে একশো কুড়ি মিনিট মাঠে থাকলেও মনে রাখার মতো মূহুর্ত তৈরি করতে পারলেন না সিআর সেফেন। গোল করার মতো পরিস্থিতি তৈরি করলেও পোল্যান্ডের রক্ষণে চক্রব্যূহে বারবার আটকে গেলেন রোনাল্ডো। গোল করলেন বটে। তবে সেটা টাইব্রেকারে। চলতি ইউরোয় যেন কিছুতেই ছন্দে পাওয়া যাচ্ছে না বিশ্বফুটবলের এই গোলমেশিনকে।

দল সেমিফাইনালে ওঠার পর সেরা অস্ত্রকে আড়াল করলেন পর্তুগালের কোচ স্যান্টোস। মাঠ জুড়ে খেলা ও প্রতিপক্ষকে চাপে রাখার জন্য রোনাল্ডোর প্রশংসায় দলের হেড স্যার। রোনাল্ডো,নানিদের পিছনে ফেলে পর্তুগালের জয়ের নায়ক তারকা ডিফেন্ডার পেপে। ইউরো জয়ের আশা এখনও বেঁচে থাকায় উচ্ছ্বসিত রোনাল্ডো।

.