খেতাবের অপেক্ষায় থাকা মেসিদের অপেক্ষায় রাখলেন রোনাল্ডো

লা লিগায় রুদ্ধশ্বাস জয় পেল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডোদের জয়ের ফলে লা লিগা খেতাব জয়ের জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বার্সেলোনাকে।শনিবার রাতে বার্নাবিউতে রিয়াল ভ্যালাডোলিডকে ৪-৩ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। গত দশ বছরে বার্নাবিউতে একবারও রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি ভ্যালাডোলিড। তবে শনিবার রাতে সবাইকে চমকে দিয়ে খেলার শুরুতেই লিড নিয়ে নেয় তারা।

Updated By: May 5, 2013, 09:49 PM IST

লা লিগায় রুদ্ধশ্বাস জয় পেল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডোদের জয়ের ফলে লা লিগা খেতাব জয়ের জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বার্সেলোনাকে।শনিবার রাতে বার্নাবিউতে রিয়াল ভ্যালাডোলিডকে ৪-৩ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। গত দশ বছরে বার্নাবিউতে একবারও রিয়াল মাদ্রিদকে হারাতে পারেনি ভ্যালাডোলিড। তবে শনিবার রাতে সবাইকে চমকে দিয়ে খেলার শুরুতেই লিড নিয়ে নেয় তারা।
যদিও সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। রোনাল্ডো ম্যাজিকে হার মানতে হয় ভ্যালাডোলিডকে। ম্যাচে জোড়া গোল করেন রোনাল্ডো। চলতি লা লিগায় ৩৩ গোল করা হয়ে গেল পর্তুগিজ সুপারস্টারের। হারলেও মোরিনহোর দলের সঙ্গে সমানে সমানে টক্কর দেয় ভ্যালাডোলিড। এই জয়ের ফলে লিগ শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের পার্থক্য কমে দাঁড়াল মাত্র আটে।

.