আজ রণক্ষেত্রে রোনাল্ডো, দেখে নিন এক নজরে

এবার বিশ্বকাপের পর্তুগাল তাকিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। প্রায় একার কাঁধে প্লে-অফের ম্যাচ জিতিয়ে পর্তুগালকে ব্রাজিল যাওয়ার টিকিট পাকা করিয়েছেন রোনাল্ডো। সিআর সেভেন ছাড়া কোচ পাওলো বেন্তোর ভরসা পোস্তিগা ও পেপেও।

Updated By: Jun 16, 2014, 01:35 PM IST

এবার বিশ্বকাপের পর্তুগাল তাকিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। প্রায় একার কাঁধে প্লে-অফের ম্যাচ জিতিয়ে পর্তুগালকে ব্রাজিল যাওয়ার টিকিট পাকা করিয়েছেন রোনাল্ডো। সিআর সেভেন ছাড়া কোচ পাওলো বেন্তোর ভরসা পোস্তিগা ও পেপেও।

সাম্বার দেশে পর্তুগালের আসল ভরসা নিঃসন্দেহে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোচ পাওলো বেন্টো থেকে শুরু করে গোটা পর্তুগাল এবারের বিশ্বকাপে তাকিয়ে সিআর সেভেনের দিকে। প্রায় একার কাঁধে প্লে-অফের ম্যাচ জিতিয়ে পর্তুগালকে ব্রাজিল যাওয়ার টিকিট পাকা করিয়েছেন রোনাল্ডো। ক্লাব ফুটবলে রিয়াল জার্সিতে দুরন্ত ছন্দে থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে নয়া রেকর্ড গড়েছেন। মেসিকে থামিয়ে ফিফার ব্যালন ডিওর জিতে বিশ্ব ফুটবলে এখন নতুন রাজা রোনাল্ডো। গতি, শ্যুটিং, হেড দেওয়ার দক্ষতা। প্রায় একার ক্ষমতায় বিপক্ষকে তছনছ করে দিতে পারেন ইউসোবিওর দেশের এই ফুটবলারটি।

তবে একা রোনাল্ডো নন, ব্রাজিলে বেন্টোকে ভরসা দিতে প্রস্তুত দলের আরও বেশ কয়েকজন ফুটবলার। ফরোয়ার্ডে সিআর সেভেনের সঙ্গী হচ্ছেন হেল্ডার পোস্তিগা। দেশের হয়ে দীর্ঘ দিন খেলার অভিজ্ঞতা রয়েছে লাজিওতে খেলা এই স্ট্রাইকারটি। রোনাল্ডো আটকে গেলে গোলের দরজা খুলতে পারেন পোস্তিগা।

দুই স্ট্রাইকারের পাশাপাশি এই পর্তুগাল দলের অন্যতম তারকা পেপে। ব্রুনো আলভেজকে সঙ্গে নিয়ে দলের রক্ষণকে জমাট রাখার দায়িত্ব রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলারটির। ক্লাব ফুটবলে দুরন্ত ফর্মে থাকার পাশাপাশি রক্ষণকে নেতৃত্ব দিতে পারেন পেপে।

এক নজরে দেখে নেব রোন্ডাল্ডো, পোস্তিগা ও পেপে-

নাম- ক্রিশ্চিয়ানো রোনান্ডো
বয়স- ২৯
দেশের হয়ে ম্যাচ- ১১০
দেশের হয়ে গোল- ৪৯
বর্তমান ক্লাব- রিয়াল মাদ্রিদ

নাম- হেল্ডার পোস্তিগা
বয়স- ৩২
দেশের হয়ে ম্যাচ- ৬৬
দেশের হয়ে গোল- ২৭
বর্তমান ক্লাব- লাজিও

নাম- পেপে
বয়স- ৩১
দেশের হয়ে ম্যাচ- ৫৭
দেশের হয়ে গোল- ৩
বর্তমান ক্লাব- রিয়াল মাদ্রিদ

চলতি বছরের শুরুতে প্রয়াত হয়েছেন পর্তুগালের কিংবদন্তী ফুটবলার ইউসোবিও। সেই বছরই পর্তুগালকে বিশ্বকাপ এনে দেওয়ার চ্যালেঞ্জ রোনাল্ডোর সামনে। এই মুহুর্ত বিশ্বের সেরা ফুটবলার কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। পেপে, পোস্তিগা, রোনাল্ডোরা ফুটবলের মক্কায় পর্তুগালকে স্বপ্ন দেখাচ্ছেন।

.