মোহনবাগান-এটিকে সংযুক্তিকরণ, সামনের মরশুম থেকেই খেলবে ISL-এ

  চূড়ান্ত হয়ে গেল মোহনবাগান-এটিকের সংযুক্তিকরণ। বুধবার দফায়-দফায় আলোচনা হয় দু'পক্ষের মধ্যে। সংযুক্তিকরণের ব্যাপারে মধ্যস্থতা করেছিল আইএসএল আয়োজকরাও।

Reported By: সুশোভন মুখোপাধ্যায় | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 16, 2020, 05:00 PM IST
মোহনবাগান-এটিকে সংযুক্তিকরণ, সামনের মরশুম থেকেই খেলবে ISL-এ

নিজস্ব প্রতিবেদন:  চূড়ান্ত হয়ে গেল মোহনবাগান-এটিকের সংযুক্তিকরণ। বুধবার দফায়-দফায় আলোচনা হয় দু'পক্ষের মধ্যে। সংযুক্তিকরণের ব্যাপারে মধ্যস্থতা করেছিল আইএসএল আয়োজকরাও।

সংযুক্তিকরণের পরও মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি অপরিবর্তিত থাকছে। অপরিবর্তিত থাকছে মোহনবাগানের লোগো-ও। ৮০ শতাংশ শেয়ার থাকছে এটিকের। এটিকের সঙ্গে গাঁটছড়া হওয়ার ব্যাপারে মোহনবাগানের হয়ে চুক্তিপত্রে সই করেন সহসচিব সৃঞ্জয় বসু এবং অর্থসচিব দেবাশিস দত্ত। সামনের মরশুম থেকেই ISLখেলছে মোহনবাগান।

আরও পড়ুন - চলে গেলেন চারুলতা, ক্রিকেটের আজ মনখারাপ

.