Shane Warne-কে অভিনব শ্রদ্ধার্ঘ দিচ্ছে Rajasthan Royals! কী হবে ৩০ এপ্রিল?

রাজস্থানের ক্রিকেটাররা বিশেষ জার্সি পরেই ওয়ার্নকে স্মরণ করবেন মাঠে। সঞ্জু স্যামসনদের জার্সির কলারে লেখা থাকবে  'SW23'।

Updated By: Apr 27, 2022, 08:29 PM IST
Shane Warne-কে অভিনব শ্রদ্ধার্ঘ দিচ্ছে Rajasthan Royals! কী হবে ৩০ এপ্রিল?
ওয়ার্নকে স্মরণ করবে রাজস্থান রয়্যালস

নিজস্ব প্রতিবেদন: রাজস্থান রয়্যালস ( Rajasthan Royals, RR) শ্রদ্ধার্ঘ জানাচ্ছে তাদের প্রয়াত প্রাক্তন অধিনায়ক শেন ওয়ার্নকে (Shane Warne)। আগামী শনিবার রাজস্থান মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। ম্য়াচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr. DY Patil Sports Academy in Mumbai)। ২০০৮ সালে এই ভেন্যুতে অজি কিংবদন্তি স্পিনারের নেতৃত্বে রাজস্থান ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (Indian Premier League, IPL)জেতে। ক্রোড়পতি লিগের অভিষেক সংস্করণের ফাইনালে ওয়ার্নের রাজস্থান এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) তিন উইকেটে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়।

রাজস্থানের ক্রিকেটাররা বিশেষ জার্সি পরেই ওয়ার্নকে স্মরণ করবেন মাঠে। সঞ্জু স্যামসনদের জার্সির কলারে লেখা থাকবে  'SW23'। জানা যাচ্ছে ওই ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে ওয়ার্নের স্মরণে গ্যালারি তৈরি করা হয়েছে। যা খবর বিসিসিআই ও রাজস্থান রয়্যালস এক যোগে ওয়ার্নকে শ্রদ্ধা জানাবে। রাজস্থান রয়্যালস যে প্রেস বিবৃতি দিয়েছে সেখানে জানানো হয়েছে যে, ২০০৮ সালের আইপিএল চ্য়াম্পিয়ন ওয়ার্নের টিমের সকল সদস্যকে অনুরোধ করা হয়েছে যে, কিংবদন্তির স্মরণে বক্তব্য রাখতে, তা ম্যাচের দিকে রাজস্থানের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হবে।

 
গত ৪ মার্চ ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়ার্ন! আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। থাইল্যান্ডের (Thailand) কো সামুই দ্বীপের ভিলায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল ওয়ার্নকে। দ্রুত সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সহকারীরা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওয়ার্ন প্রয়াত হন। ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালে। বাইশ গজের সর্বকালের সেরাদের মধ্য়ে ছিলেন ওয়ার্ন। ১৫৪টি টেস্টে ৭০৮টি টেস্ট উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর ঝুলিতে। লাল বলের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ওয়ার্নের আগে রয়েছেন দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি মুথাইয়া মুরলীথরন। মুরলীর ঝুলিতে রয়েছে ৮০০ উইকেট। ওয়ানডে ক্রিকেটেও দারুণ সফল ওয়ার্ন। ১৯৪ ম্যাচে ২৯৩টি উইকেট নিয়েছেন তিনি। 

আরও পড়ুন: Virat Kohli-কে কী পরামর্শ দেবেন? হৃদয় ছুঁয়ে নেওয়া উত্তর দিলেন Riyan Parag

আরও পড়ুন: Ricky Ponting: হোটেলে তাণ্ডব চালালেন পন্টিং! ভেঙেছেন ৩-৪ রিমোট, দেওয়ালে ছুড়েছেন জলের বোতল!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.