'সচিন-একশো কোটির স্বপ্ন', দেখুন সচিনের বায়োপিকের টিজার
৫৫ দিনের ট্রেনিংয়ে একটা জামা আর একটাই প্যান্ট, এটাই সচিনের স্ট্রাগল, এটাই বিশ্বের ক্রিকেট ঈশ্বর তেন্ডুলকরের স্টোরি।
ওয়েব ডেস্ক: ৫৫ দিনের ট্রেনিংয়ে একটা জামা আর একটাই প্যান্ট, এটাই সচিনের স্ট্রাগল, এটাই বিশ্বের ক্রিকেট ঈশ্বর তেন্ডুলকরের স্টোরি।
৫ ফুট ৫ ইঞ্চির একটা মানুষ। বয়স ৪২। নাম সচিন রমেশ তেন্ডুলকর। মহারাষ্ট্রে (মুম্বই) জন্ম। সতীর্থরা ডাকতেন টেন্ডিয়া নামে। ক্রিকেট বিশ্বে তাঁর প্রচলিত ডাক নাম লিটল মাস্টার। কেউ কেউ ডাকেন মাস্টার ব্লাস্টার। অবশ্য গোটা দুনিয়ার কাছে তিনি 'দ্য গ্রেট সচিন'। কিংবদন্তি সচিনের ক্রিকেট জার্নি নিয়ে এবার তৈরি হতে চলেছে ছবি। ৩০ মাস ৫ দেশে ঘুরে ঘুরে শুট করা হয়ছে এই ছবির সমস্ত দৃশ্য। শুটিং শেষ হয়েছে সচিন যেখান থেকে তাঁর ক্রিকেট সফর শুরু করেছিলেন, মুম্বইয়ের শিবাজি পার্কে।
সচিনের বায়োপিকের পরিচালনায় রয়েছেন জেমস আর্স্কিন।
সঙ্গীত পরিচালনায় রয়েছেন এ আর রহমান।
টিজারের শুরুতেই রয়েছে, সচিন কণ্ঠে সচিনের স্মৃতিচারণা। "বাবা বলেছিলেন তুমি ক্রিকেটকে বেছে নিয়েছ, এটা তোমার জীবনের একটা অধ্যায় মাত্র। কিন্তু সারাজীবন তোমার সঙ্গে যা থাকবে, সেটা হল তুমি মানুষ কেমন", ছোটবেলায় বাবার কাছে শোনা এই কথা দিয়েই শুরু হবে সচিনের বায়োপিক।
A journey made special by your support and wishes. Presenting the teaser of @SachinTheFilm https://t.co/MqJ91UoKUb #SachinTeaser
— sachin tendulkar (@sachin_rt) April 14, 2016