ক্ষুব্ধ সচিন
পারথে আম্পায়ার আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হলেন সচিন তেন্ডুলকর। ৮ রানে মিচেল স্টার্কের বলে এল বি ডব্লু হয়ে যান মাস্টার ব্লাস্টার।
পারথে আম্পায়ার আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হলেন সচিন তেন্ডুলকর। ৮ রানে মিচেল স্টার্কের বলে এল বি ডব্লু হয়ে যান মাস্টার ব্লাস্টার। স্টার্কের বল সচিনের প্যাডে লাগতেই আঙুল তুলে দেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। যদিও টিভি রি প্লে-তে দেখা যায়, স্টার্কের বল সচিনের প্যাডে লাগলেও, তা লেগস্ট্যাম্পের বাইরে দিয়ে চলে যেত। আম্পায়ারের সিদ্ধান্তে ক্রিজেই অসন্তোষ প্রকাশ করেন মাস্টার ব্লাস্টার। এমনকি ড্রেসিংরুমের মধ্যে রিপ্লে-তে দেখেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পারথে ব্যর্থ হওয়ায় শততম শতরানের জন্য অন্তত অ্যাডিলেড পর্যন্ত অপেক্ষা করতে হবে সচিন তেন্ডুলকরকে।