অক্সিজেনের জোগান বাড়াতে ১ কোটি টাকা দান করলেন সচিন

টুইটে তিনি আরও বলেন, ‘যতদিন আমি খেলেছি, দেশেবাসী আমাকে সাফল্য পেতে উৎসাহ দিয়েছে। এখন আমাদের সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই চালাতে হবে’।

Updated By: Apr 30, 2021, 10:57 AM IST
অক্সিজেনের জোগান বাড়াতে ১ কোটি টাকা দান করলেন সচিন

নিজস্ব প্রতিবেদন: ভারতের মিশন অক্সিজেন তহবিলে ১ কোটি টাকা দান করলেন সচিন তেন্ডুলকর। কোভিডে সক্রিয় রোগীর সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে বেসামাল হয়ে পড়েছে হাসপাতালগুলি। প্রয়োজন অক্সিজেন, ওষুধ, যথাযথ চিকিৎসা। সচিন নিজেও কিছুদিন আগে আক্রান্ত হন। 

টুইটারে সচিন জানান, ‘কোভিডের দ্বিতীয় ঢেউয়ে  সংক্রমণের হার প্রচুর। স্বাস্থ্য ব্যবস্থার শিড়দাঁড়া ভেঙে গিয়েছে। এই সময়ে প্রচুর অক্সিজেন দরকার। অনেকেই সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে দেখে ভাল লাগছে। দেখা গিয়েছে, ২৫০ জনের বেশি নতুন প্রজন্ম যুবতি মিশন অক্সিজেনে যোগ দিয়েছেন। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আসার জন্য এঁরা টাকা সংগ্রহ করছেন। আমি ওঁদের সাহায্য করলাম। আশা করব ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে খুব দ্রুত’।

টুইটে তিনি আরও বলেন, ‘যতদিন আমি খেলেছি, দেশেবাসী আমাকে সাফল্য পেতে উৎসাহ দিয়েছে। এখন আমাদের সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই চালাতে হবে’।

.