"ভারতরত্ন নয়, সচিন বিশ্বরত্ন"

`সচিন তেন্ডুলকর শুধু ভারতরত্ন নন, ও আসলে বিশ্বরত্ন`। এমন কথাই বললেন কিংবদন্তি সুনীল গাভাসকর। গাভাসকর এক বেসরকারি টেলিভিশন সাক্ষাত্‍করে বলেছেন, শুধু ভারত নন সচিনের ব্যাপ্তি গোটা বিশ্বে। শুধু ক্রিকেট খেলিয়ে দেশগুলোতে নয়, সচিনকে নিয়ে উচ্ছ্বাস, মাতামাতি রয়েছে গোটা বিশ্বে।

Updated By: Nov 17, 2013, 05:54 PM IST

`সচিন তেন্ডুলকর শুধু ভারতরত্ন নন, ও আসলে বিশ্বরত্ন`। এমন কথাই বললেন কিংবদন্তি সুনীল গাভাসকর। গাভাসকর এক বেসরকারি টেলিভিশন সাক্ষাত্‍করে বলেছেন, শুধু ভারত নন সচিনের ব্যাপ্তি গোটা বিশ্বে। শুধু ক্রিকেট খেলিয়ে দেশগুলোতে নয়, সচিনকে নিয়ে উচ্ছ্বাস, মাতামাতি রয়েছে গোটা বিশ্বে।
অবসরের পর সচিন তেন্ডুলকরের কোচিং নাকি, কমেন্ট্রি কি করা উচিত এই প্রশ্ন সানি বলেছেন, "আমার মনে হয় ও মোটিভেশনল স্পিকার হলে দারুণ হবে।"
শনিবার মুম্বই টেস্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরই সচিনকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷
ক্রিকেটে অবদানের জন্য সচিনের ভূয়সী প্রশংসা করে তাঁকে অবসর জীবনের শুভেচ্ছা জানান মনমোহন সিং৷ শুভেচ্ছা জানিয়েছেন লতা মঙ্গেশকর , অমিতাভ বচ্চন , শাহরুখ খান , আমির খান থেকে শুরু করে বলিউডের সমস্ত প্রথম সারির তারকারা৷
এর আগেও সচিনকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব এসেছিল৷ কিন্তু ২০০৯ সালে পণ্ডিত ভীমসেন যোশীর পর গত চার বছরে আর কাউকে এই পুরস্কার দেওয়া হয়নি৷ অলিম্পিকে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রাও সচিনকে শুভেচ্ছা জানিয়েছেন৷
রজার ফেডেরার টুইট করেন, কী অসাধারণ কেরিয়ার। আগামীতে এগিয়ে যাওয়ার শুভেচ্ছা রইল।

.