সিডনিতে ভারতের লড়াইকে কুর্নিশ Sachin-Kapil থেকে বিগ বি-র

পন্থ, পূজারার পাশাপাশি পঞ্চম দিনে বিহারী, অশ্বিনদের দাঁতে দাঁত চেপে লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 11, 2021, 06:55 PM IST
সিডনিতে ভারতের লড়াইকে কুর্নিশ Sachin-Kapil থেকে বিগ বি-র
ছবি সৌজন্যে: টুইটার

নিজস্ব প্রতিবেদন:  বর্ণবিদ্বেষের আঁতুরঘরে অজিদের দর্পচূর্ণ করে সিডনি টেস্ট ড্র করে টিম ইন্ডিয়া। পন্থ, পূজারার পাশাপাশি পঞ্চম দিনে বিহারী, অশ্বিনদের দাঁতে দাঁত চেপে লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। সচিন তেন্ডুলকর, কপিল দেব থেকে বীরেন্দ্র সেওয়াগ, অমিতাভ বচ্চন অভিনন্দন জানিয়েছেন।

সচিন তেন্ডুলকর টুইট করে লিখেছেন, "টিম ইন্ডিয়ার জন্য গর্বিত, দুরন্ত পারফরম্যান্সের জন্য ঋষভ পন্থ, হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিনের জন্য আলাদা করে অভিনন্দন।" কপিল দেবও টুইট করে অভিনন্দন জানিয়েছে টিম ইন্ডিয়াকে।

অসাধারণ পারফরম্যান্স টিম ইন্ডিয়ার- টুইট করে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং লিখলেন- আজ সারাদিন টিম ইন্ডিয়ার হার না মানা মনোভাব দেখে সত্যিই ভালো লেগেছে।

নিজের চেনা ভঙ্গিতেই টিম ইন্ডিয়ার পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ।

 

সিডনিতে ভারতের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। টুইট করে তিনি লিখেছেন, "কঠিন অবস্থা থেকে ম্য়াচটা ড্র করেছে ভারতীয় দল। চোটের সঙ্গে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। ভারতের এই পারফরম্যান্স জয়ের সমান।"

আরও পড়ুন- "এবার সিরিজ জেতার সময়"- রাহানেদের বার্তা দিলেন Sourav Ganguly

.