বাবা সচিন বলেই ছেলে অর্জুন IPL-এ! সমালোচকদের চুপ করালেন Sachin Tendulkar

এতদিন পর্যন্ত সচিন তেন্ডুলকর কখনও এসব নিয়ে পাল্টা কিছু বলেননি।

Updated By: Feb 23, 2021, 06:32 PM IST
বাবা সচিন বলেই ছেলে অর্জুন IPL-এ! সমালোচকদের চুপ করালেন Sachin Tendulkar

নিজস্ব প্রতিবেদন- বাবা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তাই ছেলে অর্জুন তেন্ডুলকর IPL-এ খেলার সুযোগ পেয়েছেন। অর্জুন তেন্ডুলকরকে IPL নিলামে Mumbai Indians দলে নেওয়ার পরই এমন সব কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। ২০ লাখ টাকায় মুম্বই তাঁকে দলে নিয়েছিল। এর আগে মুম্বই দলে অর্জুন সুযোগ পাওয়ার পরও একই কথা শোনা গিয়েছিল। বাবা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। তাই অর্জুনের যাত্রাপথ মসৃণ হচ্ছে বলে দাবি ছিল অনেকের। তবে এতদিন পর্যন্ত সচিন তেন্ডুলকর কখনও এসব নিয়ে পাল্টা কিছু বলেননি। তবে এবার পরোক্ষভাবে সমালোচকদের বিঁধলেন তিনি।

Nepotism শব্দটা অর্জুনের নামের সঙ্গে ব্যবহার করছিলেন অনেকে। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) তাঁদের জন্য পরোক্ষ জবাব দিলেন। বললেন, ''খেলার মাঠে একমাত্র একজন খেলোয়াড়ের পারফরম্যান্স দেখা হয়। এর বাইরে আর অন্য কোনও ব্যাপার প্রাধান্য পায় না। আমরা যখন ভারতীয় দলের ড্রেসিংরুমে প্রবেশ করতাম তখন কোথা থেকে আসছি, কার সঙ্গে সম্পর্ক আছে, দেশের কোন অংশ থেকে এসেছি, এসব কিছুই মাথায় থাকে না। ড্রেসিংরুমে প্রবেশ করার পর সবাই সমান। সেখানে পারফরম্যান্স ছাড়া আর কিছুই যাচাই করার ব্যাপার নেই।''

আরও পড়ুন-  চিনে Cricket-কে কী বলা হয়? জানালেন এক চিনা ক্রিকেটার, ভিডিয়ো Viral

সচিন এদিন আরও বলেন, ''ড্রেসিংরুমে একজন ক্রীড়াবিদ স্রেফ ব্যক্তি। এমন ব্যক্তি যে টিমে যোগ দিতে চায়। তার জন্য তাঁকে পারফর্ম করতে হবে। আমি দেশের বিভিন্ন অংশে বহু শিক্ষকের সঙ্গে মেশার সুযোগ পাই। তাঁদের থেকে আমিও রোজ কিছু না কিছু শিখি। সেইসব শিক্ষা আমি বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি।''
 

.