প্রয়াত ময়দানের প্রিয় 'পিকে'; শ্রদ্ধাজ্ঞাপন সচিন-সৌরভ-বাইচুংয়ের

পিকে ব্যানার্জির প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য জানালেন বাইশগজের কিংবদন্তি সচিন তেন্ডুলকর । শ্রদ্ধাজ্ঞাপন করলেন ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকী স্মৃতিচারণায় বাইচুং ভুটিয়াও।

Updated By: Mar 20, 2020, 06:50 PM IST
প্রয়াত ময়দানের প্রিয় 'পিকে'; শ্রদ্ধাজ্ঞাপন সচিন-সৌরভ-বাইচুংয়ের

নিজস্ব প্রতিবেদন:  কিংবদন্তি ফুটবলার প্রদীপ কুমার ব্যানার্জির জীবন প্রদীপ নিভে গেল । তাঁর শরীর পঞ্চভূতে বিলিন হয়ে গেলেও ভারতীয় ফুটবলে তাঁর অবদান অমর হয়ে থাকবে। ময়দানের প্রিয় 'পিকে' স্যারের প্রয়াণে শোকের ছায়া ক্রীড়ামহলে। পিকে ব্যানার্জির প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য জানালেন বাইশগজের কিংবদন্তি সচিন তেন্ডুলকর । শ্রদ্ধাজ্ঞাপন করলেন ঘরের ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকী স্মৃতিচারণায় বাইচুং ভুটিয়াও।

শোকবার্তায় সচিন লেখেন, "মহান ভারতীয় ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে সমবেদনা জানাই! বেশ কয়েকবার তাঁর সঙ্গে সাক্ষাত্ হওয়ার সুবাদে তাঁর ইতিবাচকতা মানসিকতা সম্পর্কে নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। ওঁনার আত্মার শান্তি কামনা করি!"

বোর্ড প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি লেখেন, "আজ একজন খুব প্রিয় মানুষকে হারালাম .. আমি যাঁকে ভালবাসি এবং প্রচুর শ্রদ্ধা করি.. আমার তখন ১৮ বছর বয়স ছিল, আমার কেরিয়ারে ওঁনার প্রভাব ছিল, আসলে তার ইতিবাচক বক্তব্য ভীষণ প্রভাবিত করত। ওঁনার আত্মার শান্তি কামনা করি!"

 

খেলোয়াড় বাইচুংয়ের জীবনে কোচ পিকে ব্যানার্জির বড় ভূমিকা ছিল, কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়ানে শোকজ্ঞাপন করেছেন বাইচুং ভুটিয়াও! উঠে এসেছে স্মরণীয় মুহূর্ত!

আরও পড়ুন - কিংবদন্তি পিকে-র প্রয়াণে নিষ্প্রদীপ ভারতীয় ফুটবল, অমর হয়ে থাকবে তাঁর অবদান

.