EPL 2018-19: সাদিও মানের রেকর্ড, লিগ শীর্ষে লিভারপুল

চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এটা তাঁর ১৭ নম্বর গোল। সেনেগালের ফুটবলার হিসেবে এক মরশুমে ইপিএলে সর্বোচ্চ গোলের নজির এখন মানের দখলে।

Updated By: Mar 18, 2019, 12:53 PM IST
EPL 2018-19: সাদিও মানের রেকর্ড, লিগ শীর্ষে লিভারপুল

নিজস্ব প্রতিবেদন : গোলের দেখা নেই মোহামেদ সালহার। সেখানে লিভারপুলের জার্সিতে সব ধরণের প্রতিযোগিতায় ১১ ম্যাচে ১১ গোল করেছেন সাদিও মানে। ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার ফুলহ্যামের বিরুদ্ধেও গোল পেলেন মানে। আর তাতেই নতুন রেকর্ড গড়ে ফেললেন সেনেগালের এই ফুটবলার। 

ছন্দে থাকা সাদিও মানের গোলে ফুলহ্যামের বিরুদ্ধে ২৬মিনিটে এগিয়ে যায় লিভারপুল। চলতি মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এটা তাঁর ১৭ নম্বর গোল। সেনেগালের ফুটবলার হিসেবে এক মরশুমে ইপিএলে সর্বোচ্চ গোলের নজির এখন মানের দখলে। ২০১১-১২ মরশুমে নিউ ক্যাসেল ইউনাইটেডের দেম্বা বা ১৬টি গোল করেছিলেন। 

৭৪ মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে লিভারপুল। প্রাক্তন লিভারপুল তারকা রায়ান বাবেল ফুলহ্যামকে সমতায় ফেরান। ৮১ মিনিটে স্পট কিকে জয়সূচক গোলটি করেন জেমস মিলনার। বক্সের মধ্যে মানেকে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। শেষ দিকে ফাঁকায় বল পেয়েও ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন মোহামেদ সালাহ। ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে ইপিএলের শীর্ষে য়ুর্গেন ক্লপের লিভারপুল। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দু নম্বরে ম্যাঞ্চেস্টার সিটি।

আরও পড়ুন -  La Liga 2018-19: মেসির হ্যাটট্রিকে বড় জয় বার্সেলোনার

.