গিরীশার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাইনা

লন্ডন প্যারালিম্পিক্সে হাই জাম্পে রূপো জয়ী অ্যাথলিট এইচ এন গিরীশার পাশে এসে দাঁড়ালেন সাইনা নেহওয়াল। নিজের উপার্জন থেকে গিরিশাকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। ভারতের অনান্য `কোটিপতি` খেলোয়াড়দের কাছে এক অনন্য নজির সৃষ্টি করলেন তিনি।

Updated By: Sep 7, 2012, 05:22 PM IST

লন্ডন প্যারালিম্পিক্সে হাই জাম্পে রূপো জয়ী অ্যাথলিট এইচ এন গিরীশার পাশে এসে দাঁড়ালেন সাইনা নেহওয়াল। নিজের উপার্জন থেকে গিরিশাকে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। ভারতের অনান্য `কোটিপতি` খেলোয়াড়দের কাছে এক অনন্য নজির সৃষ্টি করলেন তিনি।
শুক্রবার একটি ইংরেজি দৈনিকে এই বিষয় নিয়ে সাইনা জানিয়েছেন ``আমি গিরীশার জন্য গর্বিত। দেশের জন্য গিরীশার এই কৃতিত্ব ভূয়সী প্রশংসার দাবি রাখে। আশা করি এই সামান্য অর্থ গিরীশাকে কিছুটা হলেও সাহায্য করবে। নিজে একজন অ্যাথলিট হিসাবে জানি যে কোন বড় মঞ্চে সাফল্য পেতে গেলে একজন খেলোয়াড়কে ঠিক কতটা পরিশ্রম করতে হয়।``
লন্ডন থেকে ফিরে এলেই গিরীশার হাতে এই টাকা তুলে দেবেন বলে জানিয়েছেন এবারের অলিম্পিকস-এ ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় ব্যাডমিন্টনের `ব্লু আইড গার্ল` সাইনা।
লন্ডনে রূপো জয়ী গিরীশার বাঁ পাটি ছোটবেলা থেকেই অকেজো। তাঁর বাবা একজন অতি সাধারণ দিন মজুর। অর্থের অভাবে ছোটবেলায় ছেলের পায়ের `অপেরেশন` করিয়ে উঠতে পারেননি তিনি। কিন্তু পায়ের দুর্বলতা থামিয়ে রাখতে পারেনি গিরীশাকে। ভারতের অনান্য প্যারা-অ্যাথলিটদের মতোই গিরীশার কপালেও সেভাবে জোটেনি কোন সরকারি বা সামাজিক দাক্ষিণ্য। তাই লন্ডনে পদক জয়ের পরে গিরীশা সরকারকে প্যারা-অ্যাথলিটদের প্রতি আর একটু সংবেদনশীল হওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন `` প্যারালিম্পিকসে ভারত একটি পদক জিতেছে। অলিম্পিয়ানরা যে মঞ্চে খেলেন ঠিক সেই এক জায়গা থেকেই এসেছে এই সাফল্য। এই বার অন্তত সরকারি আধিকারিকদের প্যরালিম্পিয়ানদের পাশে এসে দাঁড়ানো উচিত।``

.