ইতিহাসের হাতছানি, প্রথম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাইনা

ইংল্যান্ডে ইতিহাস গড়লেন সাইনা নেহওয়াল। ভারতের প্রথম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে  অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছলেন তিনি।

Updated By: Mar 7, 2015, 09:05 PM IST
ইতিহাসের হাতছানি, প্রথম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে  অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাইনা

ওয়েব ডেস্ক:ইংল্যান্ডে ইতিহাস গড়লেন সাইনা নেহওয়াল। ভারতের প্রথম মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে  অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌছলেন তিনি।

 সেমিফাইনালে চিনের সুন ইউকে স্ট্রেট গেমে হারিয়ে দিলেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা। ২১-১৩, ২১-১৩ ফলে ম্যাচ জিতে ফাইনালে স্থান পাকা করেন হায়দরাবাদী এই তারকা। এবছর টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছেন সাইনা। কোয়ার্টার ফাইনালেও ওয়াং ইহানকে স্ট্রেট গেমে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করেছিলেন সাইনা। এখন পর্যন্ত ৮ বার অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন তিনি। গতবছর সেমিফাইনালে হারতে হয়েছিলে সাইনাকে। ভারতের প্রথম মহিলা হিসাবে কি অল ইংল্যান্ড খেতাব জিততে পারবেন সাইনা? সেদিকেই নজর গোটা দেশের।

 

.