বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : সামারা অ্যারেনা

সামারা অ্যারেনা, সামারা

Updated By: Jun 11, 2018, 04:22 PM IST
বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : সামারা অ্যারেনা

নিজস্ব প্রতিবেদন : ২০১৮ সালে এই স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়েছে। এর আগে সামারা অ্যারেনা, কসমস অ্যারেনা নামেই পরিচিত ছিল। তত্কালীন সোভিয়েত ইউনিয়নের স্পেস অভিযানের স্মৃতি জুড়ে রয়েছে এই সামারা শহরে ও স্টেডিয়ামে।

সোভিয়েত ইউনিয়নের স্পেস-এক্সপ্লোরেশন প্রোগ্রামে সামারার ভূমিকার প্রতি স্মরণ করে স্পেস-এজ গ্লাস ডোমের আকারে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে। গত বছর অগাস্টে অগ্নিকান্ডের ঘটনায় স্টেডিয়ামটির নির্মাণ কাজে দেরি হলেও সময়মতোই কাজ শেষ হয়েছে।

# সামারা অ্যারেনা , সামারা

* আসন সংখ্যা : ৪৫,৫৬৮

 কোন কোন ম্যাচ রয়েছে সামারা অ্যারেনা স্টেডিয়ামে

 

@ গ্রুপ পর্ব :

►কোস্টা রিকা বনাম সার্বিয়া (গ্রুপ-ই)
ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ-সি)
►উরুগুয়ে বনাম রাশিয়া (গ্রুপ-এ)
সেনেগাল বনাম কলম্বিয়া (গ্রুপ-এইচ)

@ নক আউট পর্ব :

►রাউন্ড অব সিক্টটিন

►কোয়ার্টার ফাইনাল

 

 আরও পড়ুন-  বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : রোস্তভ অ্যারেনা

.