AIFF Awards: বর্ষসেরার স্বীকৃতি পেলেন Sandesh Jhingan
২০২০ সালের অর্জুন পুরস্কার জয়ী সন্দেশ পাঁচবার ভারতকে নেতৃত্বও দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: জাতীয় দলের রক্ষণের দেওয়াল সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) হলেন বর্ষসেরা ফুটবলার। ২০২১-২২ মরসুমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এই স্বীকৃতি দিল সন্দেশকে। বছরের উঠতি তারকা ফুটবলারের পুরস্কার উঠছে সুরেশ সিং ওয়াংজামের (Suresh Singh Wangjam) হাতে। ক্লাবের কোচেদের ভোটেই সন্দেশ ও সুরশ এই পুরস্কার পেলেন।
সেরা ফুটবলার হয়ে সন্দেশ বলেন, "আইএসএল ও আই-লিগের কোচেদের ভোটে সেরা হতে পারাটা বিরাট সম্মানের। এই পুরস্কার আমাকে আরও ভাল করার জন্য মোটিভেট করবে। বাকিদেরও অনুপ্রাণিত করবে তারা যেন প্যাশন হিসেবেই ফুটবলটা নিতে পারে। একই সঙ্গে আমার দায়িত্বটাও অনেক বেড়ে গেল।" ২০১৫ সালে সন্দেশ জাতীয় দলের হয়ে অভিষেক করেন। দেশের জার্সিতে ৪০টি ম্যাচ খেলেছেন। করেছেন চারটি গোলও। ২০২০ সালের অর্জুন পুরস্কার জয়ী সন্দেশ পাঁচবার ভারতকে নেতৃত্বও দিয়েছেন। ২০ বছরের সুরেশ এআইএফএফ অ্যাকাডেমিতে বেড়ে ওঠা ফুটবলার। দেশের হয়ে সুনীল ছেত্রীর সিনিয়র টিমের হয়ে পাঁচ ম্যাচ খেলাও হয়ে গিয়েছে তাঁর।
আরও পড়ুন: AIFF Awards: ফের বর্ষসেরা Bala Devi, আগামির তারকা Manisha Kalyan
Sandesh named AIFF Men's Footballer of the Year, Suresh wins Emerging Player award
Read here https://t.co/Ype2O0WCzo#IndianFootball #IndianFootballForwardTogether #BlueTigers #BackTheBlue pic.twitter.com/mmcePYGQDI
— Indian Football Team (@IndianFootball) July 21, 2021
চলতি বছর সেরা মহিলা ফুটবলার হয়েছেন বালা দেবী (Bala Devi)। বালা দেবীর পাশাপাশি উঠতি তারকা ফুটবলারের স্বীকৃতি পেল মণীষা কল্যাণ (Manisha Kalyan)।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)