রাজীব খেলরত্ন পুরস্কার পেলেন সানিয়া মির্জা

ভারতে ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেলেন টেনিস তারকা সানিয়া মির্জা। রাষ্ট্রপতি ভবনে জাতীয় ক্রীড়া দিবসে তাঁর হাতে এই পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 

Updated By: Aug 30, 2015, 08:03 AM IST
রাজীব খেলরত্ন পুরস্কার পেলেন সানিয়া মির্জা

ওয়েব ডেস্ক: ভারতে ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেলেন টেনিস তারকা সানিয়া মির্জা। রাষ্ট্রপতি ভবনে জাতীয় ক্রীড়া দিবসে তাঁর হাতে এই পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 

কিংবদন্তী লিয়েন্ডার পেজের পর সানিয়াই দ্বিতীয় টেনিস খেলোয়াড়, যিনি এই পুরস্কার পেলেন। 

সুইস টেনিস তারা মার্টিনা হিঙ্গিজের সঙ্গে জুটি বেঁধে এই বছরই উইম্বলডন ডাবলস খেতাব জিতেছেন এই হায়দরাবাদী কন্যে। এর আগে মিস্কড ডাবলসে বাকি তিন গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন ট্রফিও তাঁর ঝুলিতে রয়েছে। 

এই পুরস্কার নিজের পরিবার দেশকে উৎসর্গ করেছেন সানিয়া। 

সোমবার থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন। ইউএস ওপেন কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সাড়ে ৭ লক্ষ পুরস্কার মূল্যের এই পুরস্কার নিতে দেশে এসেছেন সানিয়া। 

এর আগে ২০০৪ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন এই মুহূর্তে মেয়েদের টেনিসে ডাবলসে এক নম্বর এই টেনিস তারকা।  

আজ হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিনে রাজীব খেলরত্নের সঙ্গেই দেওয়া হল অর্জুন ও দোনাচার্য্য পুরস্কারও। 

 

 

 

 

 

 

.