রজততম ফাইনালে হীরক পদক সানিয়ার
ইউএস ওপেনের আগে দুরন্ত ছন্দে সানিয়া মির্জা। ডব্লুটিএ নিউ হাভেন ওপেনের ডাবলসে চিনের ঝি ঝাংকে সঙ্গী করে চ্যাম্পিয়ন হলেন সানিয়া। সানিয়ার কাছে এই জয়ের তাত্পর্যটা কিছুটা আলাদা। কারণ এটাই ছিল তাঁর ডাবলস কেরিয়ারে ২৫ তম ফাইনাল ম্যাচ। সেই রজত জয়ন্তীর ম্যাচে হীরক পদক জিতলেন ভারতের কন্যে- পাকিস্তানের গিন্নি।
ইউএস ওপেনের আগে দুরন্ত ছন্দে সানিয়া মির্জা। ডব্লুটিএ নিউ হাভেন ওপেনের ডাবলসে চিনের ঝি ঝাংকে সঙ্গী করে চ্যাম্পিয়ন হলেন সানিয়া। সানিয়ার কাছে এই জয়ের তাত্পর্যটা কিছুটা আলাদা। কারণ এটাই ছিল তাঁর ডাবলস কেরিয়ারে ২৫ তম ফাইনাল ম্যাচ। সেই `রজত জয়ন্তীর` ম্যাচে `হীরক পদক` জিতলেন ভারতের কন্যে- পাকিস্তানের গিন্নি।
চলতি মরসুমে ডাবলসে সানিয়ার এটি তৃতীয় খেতাব। কেরিয়ারের হিসাব ধরলে ভারতীয় টেনিস সুন্দরীর এটি ১৭ তম খেতাব। রবিবার ফাইনালে তৃতীয় বাছাই সানিয়ারা ৬-৩, ৬-৪ হারালেন দ্বিতীয় বাছাই জুটি আনাবেল মেডিনা- ক্যাটারিনা স্রেবনন্তিকাকে।
ঝিয়ের সঙ্গে সানিয়ার নতুন জুটিটা দারুণ জমেছে। ভারতের একমাত্র মহিলা গ্র্যান্ডস্লাম জয়ী সানিয়া এ বার ঝিকে সঙ্গে নিয়ে ইউএস ওপেনেও চমকে দেবেন এমনটা মনে করা হচ্ছে।