সানিয়ার কাছে টিভি অনুষ্ঠানের মধ্যেই ক্ষমা চাইলেন রাজদীপ সারদেশাই!

একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যমে রাজদীপ সারদেশাই অনুষ্ঠানের মধ্যেই দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে নিলেন সানিয়া মির্জার কাছে! হ্যাঁ, অবাক হবেন না। বরং, সানিয়া মির্জার যে কথার পরিপ্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে, সেটা জানলে আপনি সানিয়ার জন্য আরও বেশি গর্বিত অনুভব করবেন।

Updated By: Jul 16, 2016, 01:55 PM IST
 সানিয়ার কাছে টিভি অনুষ্ঠানের মধ্যেই ক্ষমা চাইলেন রাজদীপ সারদেশাই!

ওয়েব ডেস্ক: একটি জাতীয় স্তরের সংবাদমাধ্যমে রাজদীপ সারদেশাই অনুষ্ঠানের মধ্যেই দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে নিলেন সানিয়া মির্জার কাছে! হ্যাঁ, অবাক হবেন না। বরং, সানিয়া মির্জার যে কথার পরিপ্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে, সেটা জানলে আপনি সানিয়ার জন্য আরও বেশি গর্বিত অনুভব করবেন।

আরও পড়ুন  রূপকথার রাজা রোনাল্ডোর গল্প যেভাবে বুড়ো বয়সে নাতিদের কাছে করবেন

চ্যানেলের একটি সাক্ষাত্কারে রাজদীপ সারদেশাই সানিয়া মির্জাকে বলেন, 'আপনার নতুন বইতে অনেক কিছুই পড়লাম। কিন্তু অবসরের পর আপনি কী করবেন, সেই বিষয়ে কিছু পেলাম না। আপনি কি তখন দুবাইতে থাকবেন? বিয়ে তো আপনার হয়েই গিয়েছে। সেক্ষেত্রে মাতৃত্ব বলতে সানিয়া মির্জা কী বোঝেন?' এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় বেশ বিরক্তই বোধ করেন দেশের এক নম্বর টেনিস তারকা। তিনি উত্তরে বলেন, 'এই হল আমাদের দেশের সমস্যা। এখানে মেয়ে হয়ে জন্মালেই সবাইকে প্রশ্ন করা হয়, বিয়ে কবে করছেন, সংসার কবে - কোথায় পাতবেন? মাতৃত্ব বলেত আপনি কী বোঝেন এই সব। কেউ ভাবে না যে, আমরা এক নম্বর হতে চাই। অনেক ট্রফি পেতে চাই। আসলে আমি এখনও ওগুলো ভাবছিই না। কারণ, খেলা আমার অনেক বাকি রয়েছে। আমি যেদিন ঠিক করবো যে, এবার আমি খেলাধুলো ছেড়ে পাকাপাকিভাবে সংসার করব, তখন নিশ্চয়ই সেই বিষয়ে আপনাকেই প্রথম বলব। এটাও বলব, মাতৃত্ব বলতে আমি কী বুঝি।'

আরও পড়ুন  জানেন অলিম্পিকের প্রতীকে রিংগুলোর রঙ কেন ওই পাঁচটা হয়?

সানিয়ার এমন উত্তরে খানিকটা হতচকিত হয়ে যান রাজদীপ সারদেশাই। তিনি তক্ষুনি বলেন, 'আমার খুবই খারাপ লাগছে, আপনাকে এই প্রশ্ন করে। আমি আপনার কাছে দুঃখপ্রকাশ করে, ক্ষমা চেয়ে নিচ্ছি।' রাজদীপের এমন নরম ব্যবহারে খুশি হয়ে সানিয়াও বলেন, 'ভালো লাগলো, আপনি এইভাবে ন্যাশনাল টেলিভিশনে ক্ষমা চেয়ে নিলেন বলে। আমার কাছে এভাবে আগে কখনও কোনও সাংবাদিক তাঁর প্রশ্নের জন্য দুঃখপ্রকাশ করেননি। আপনি ভালো থাকবেন।'

 

.