Tokyo 2020: রক্তাক্ত হয়েও রিংয়ে লড়লেন Satish Kumar, হারলেন বিশ্বের এক নম্বরের কাছে
সতীশের লড়াইকে কুর্নিশ করছে সোশ্যাল মিডিয়া
নিজস্ব প্রতিবেদন: কোয়ার্টার ফাইনালের ম্যাচ। জিতলেই দেশকে জেতাতে পারতেন পদক! এমন ম্যাচ থেকে সরে আসার কথা ভাবতেও পারেননি ভয়ঙ্কর চোট পাওয়া সতীশ কুমার (Satish Kumar)। সাতটি সেলাই নিয়েই রিংয়ে রক্ত-ঘাম দিয়ে দেশের জন্য লড়লেন তিনি। কিন্তু রবিবারের মেগা ম্যাচে বিশ্বের এক নম্বর ও বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন উজবেকিস্তানের বাখোদির জালোলভের বিরুদ্ধে ৫-০ হেরেই বিদায় নিতে হলো সতীশকে। তাঁর লড়াইকে কুর্নিশ করছে সোশ্যাল মিডিয়া।
#Boxing:
Satish Kumar goes down to reigning World Champion Bakhodir Jalolov by unanimous decision (0:5) in QF.
A win here would have ensured a medal for India. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/0x1Y2EhP2R(@India_AllSports) August 1, 2021
আরও পড়ুন: ১০১ বছর বয়সে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় জয়ী, প্রয়াত স্প্রিন্টার Man Kaur
প্রি-কোয়ার্টারে পাওয়া চোটের জন্য সাতটি সেলাই পড়েছিল ভারতের প্রথম সুপার হেভিওয়েট (+৯১কেজি) বক্সারের। এদিন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে মেডিক্যাল টিমের ফিট সার্টিফিকেট নিয়েই রিংয়ে নেমেছিলেন সতীশ। নিজের সেরাটুকু দিয়েও লড়াইয়ের ময়দান জিততে পারলেন না সতীশ। ছেলেদের বক্সিং থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন অমিত পাঙ্গাল, মণীশ কৌশিক, বিকাশ কৃষাণ এবং আশীষ কুমাররা। এবার টোকিওকে আলবিদা বললেন সতীশ।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)