SAvsIND: কবে, কোথায় Team India-র ম্যাচ? জেনে নিন পূর্ণাঙ্গ সূচি
‘বক্সিং ডে’ টেস্ট থেকে শুরু হবে বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর।
নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়ার (Team India) দক্ষিণ আফ্রিকা (South Africa ) সফর আগেই পিছিয়ে গিয়েছিল। ওমিক্রনের (Omicron ) হানার জন্য এই সফর কাটছাঁট করা হয়েছে। সোমবার বিরাট কোহলিদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে দিল দক্ষিণ আফ্রিকা বোর্ড। তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ আয়োজন করা হবে।
প্রথম দুটি টেস্ট ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে। শেষ টেস্ট শুরু দুপুর দুটো থেকে। একদিনের সবক’টি ম্যাচই দুপুর দুটো থেকে শুরু হবে।
Cricket South Africa (@OfficialCSA) December 6, 2021
২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট (৩-৭ জানুয়ারি) জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট (১১-১৫ জানুয়ারি) কেপটাউনে আয়োজন করা হবে।
আরও পড়ুন: Ajaz Patel to R Ashwin: শেষ মুহূর্তে সুযোগ! অশ্বিনকে অদ্ভুত গল্প শোনালেন দশ-এ দশ করা আজাজ
এই সফরের প্রথম ও দ্বিতীয় একদিনের ম্যাচ হবে পার্লে। তৃতীয় ম্যাচ কেপ টাউনে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত।
পূর্ণাঙ্গ সূচি:
প্রথম টেস্ট: ২৬-৩১ ডিসেম্বর, সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন
দ্বিতীয় টেস্ট: ৩-৭ জানুয়ারি, ওয়ান্ডারার্স, জোহানেসবার্গ
তৃতীয় টেস্ট: ১১-১৫ জানুয়ারি, নিউল্যান্ডস, কেপ টাউন
প্রথম একদিনের ম্যাচ: ১৯ জানুয়ারি, বোল্যান্ড পার্ক, পার্ল
দ্বিতীয় একদিনের ম্যাচ: ২১ জানুয়ারি, বোল্যান্ড পার্ক, পার্ল
তৃতীয় একদিনের ম্যাচ: ২৩ জানুয়ারি, নিউল্যান্ডস, কেপ টাউন