ISL 2020-21: আইএসএলে প্রথম গোল আর প্রথম জয়ের খোঁজে ফাউলারের এসসি ইস্টবেঙ্গল

টিম স্পিরিটের কথা রবি ফাউলারের মুখেও।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 14, 2020, 09:44 PM IST
ISL 2020-21: আইএসএলে প্রথম গোল আর প্রথম জয়ের খোঁজে ফাউলারের এসসি ইস্টবেঙ্গল
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে দুরন্ত লড়াই করেছিলেন মাঘোমা, পিলকিংটন, স্টেইনম্যানরা। আইএসএলে পয়েন্টের খাতা খুলেছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু এখনও গোলের খাতা খুলতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। জয় এখনও অধরা। মঙ্গলবার চলতি মরসুমে আইএসএলে এখনও অপরাজিত হায়দরাবাদ এফসির বিরুদ্ধে আইএসএলে প্রথম গোল আর প্রথম জয়ের লক্ষ্যে তিলক ময়দানে নামতে চলেছে রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন - এবার কি অবসরের ইঙ্গিত দিলেন ফেডেক্স! জল্পনা তুঙ্গে

আগের ম্যাচে ভালসকিসদের বিরুদ্ধে প্রায় ৭০ মিনিট দশ জনে যে ফুটবল ছেলেরা খেলেছে তাতে রীতিমতো উচ্ছ্বসিত লাল-হলুদের ব্রিটিশ কোচ। ড্যানিয়েল ফক্স, অ্যারোন আমোদি চোট সারিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন। রবি ফাউলার সাংবাদিক সম্মেলনে সোমবার বলেন, "আমাদের ফুটবলাররা এখন আগের চেয়ে অনেক ফিট। এবার মনে হয় আমাদের আরও ভালো খেলতে দেখবেন।"

টিম স্পিরিটের কথা রবি ফাউলারের মুখেও। তিনি বলেন, "আমাদের ছেলেরা প্রত্যেকে একজন যোদ্ধা। শেষ ম্যাচে সেটাই প্রমাণ করেছে ওরা। দলের ইউনিটি দুরন্ত। আমাদের স্পিরিট এবার বোঝা যাচ্ছে।" হায়দরাবাদ এফসি প্রসঙ্গে ফাউলারের বক্তব্য, "ওরা বেশ কয়েকটা ভালো ম্যাচ খেলেছে। ভালো পারফরম্যান্স করেছে। তবে এটা আমাদের জন্য একটা নতুন ম্যাচ। আমাদের কাছে আরও একটা বড় চ্যালেঞ্জ।"

হায়দরাবাদ এফসি আক্রমণের প্রধান ভরসা সানতানা আগের ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে তেমন ছন্দে ছিলেন না। কোচ ম্যানুয়েল মার্কুয়েজ ছিলেন না। মাত্র দু'জন বিদেশি নিয়ে মাঠে নেমেছিল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। তা সত্ত্বেও হাবাসের দলের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারা। এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে  কড়়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে হায়দরাবাদ এফসি কোচ মার্কুয়েজ বলেন, "আমার দলের দেশীয় ছেলেদের নিয়ে আমি ভীষণ খুশি। জুনিয়র ফুটবলাররা অনেক বাড়তি দায়িত্ব পালন করছে। প্রতিপক্ষকে কম গুরুত্ব নয়। ইস্টবেঙ্গল টেবিলের একেবারে নিচে। তাই ওরা খুব চাপে থাকবে। আমার কোনও চাপ নেই। আমরা ভালো ফুটবল খেলছি।"

আরও পড়ুন - ISL 2020-21: এফসি গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রীতম-মনবীররা

.